Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে অভিনেত্রী-নির্দেশক ইশরাত নিশাত


২০ জানুয়ারি ২০২০ ০৯:১৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১০:৩৪

ঢাকা: ঢাকার মঞ্চের জনপ্রিয় মুখ অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত (৫৬) মারা গেছেন। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তার মৃত্যুতে নাট্যাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইশরাত নিশাতের মরদেহ রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

ইশরাত নিশাত ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নির্দেশনায় দেশ নাটকের প্রযোজনা ‘অরক্ষিতা’ দর্শকদের কাছে প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করেও সংস্কৃতি অঙ্গনে নিজেকে অনন্য করে তুলেছিলেন তিনি। এসবের পাশাপাশি দেশের যে কোনো প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর কণ্ঠ ছিল সব সময় সোচ্চার।

ইশরাত নিশাত দেশ নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর