Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনুপম খের একজন ভাঁড়’: নাসিরুদ্দিন শাহ্‌


২২ জানুয়ারি ২০২০ ২০:৪০

‘অনুপম খেরকে সিরিয়াসলি নেওয়ার কোনও প্রয়োজন নেই। ও একটা ভাঁড়।’  ভারতের বর্তমান নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সহকর্মীকে নিয়ে এমন মন্তব্য করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ্‌।

ভারতীয় সাংবাদিক সিদ্ধার্থ ভাটিয়ার সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি  সিএএ (সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট) নিয়ে বলিউডের অবস্থানসহ নানা বিষয়ে মতামত জানান। এছাড়া কালে কালে শিল্পের বিবর্তন নিয়েও মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অনুপম খের সম্পর্কে তিনি আরও বলেন, ‘এফটিআইআই (FTII, অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া) বা এনএসডি (NSD, ন্যাশনাল স্কুল অফ ড্রামা)-তে ওর সমসাময়িক যে কোনও কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, ওর স্বভাবটাই চাটুকারের। ওর রক্তে রয়েছে, ওর কিছু করার নেই’।

উল্লেখ্য, সিএএ-বিরোধী আন্দোলন চলাকালীন হিংসার ঘটনা সম্পর্কে বেশ কিছু অর্থপূর্ণ টুইট করেন অনুপম খের।

বলিউডের যেসব ব্যক্তি সিএএ’র বিরোধিতা করছেন, তাঁদের সম্পর্কে বলতে গিয়ে নাসিরুদ্দিন বলেন, “এঁদের সাহস বেশি, হারানোর তেমন কিছু নেই। ইন্ডাস্ট্রিতে এঁদের চেয়ে বেশি প্রতিষ্ঠিত যাঁরা, তাঁরা কেন মুখ খুলছেন না তা বোঝাই যায়। কিন্তু মনে প্রশ্ন জাগে, ঠিক কতটা হারানোর ভয় এঁদের? প্রাণের ভয় আছে কি?’

সিএএ বিষয়ে মুখ বন্ধ রেখেছেন যারা তাদের সমালোচনা করার পাশাপাশি সম্প্রতি দিল্লির জহরলাল বিশ্ববিদ্যালয়ের আক্রান্ত ছাত্রদের পাশে দাঁড়ানোয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘দীপিকা পাড়ুকোনের মতো একটা মেয়ের সাহসের তারিফ করতেই হয়, যে কিনা শীর্ষে থেকেও এরকম পদক্ষেপ নিতে পারে।’

বিজ্ঞাপন

ইদানীং বলিউডে ‘দেশাত্মবোধক ছবির’ প্রাধান্য নিয়েও মন্তব্য করেন নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘যাঁদের হাতে ক্ষমতা, তাঁদের কাছে বরাবরই মাথা নত করে যে কোনও চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। তবে যেসব পরিচালক নতুন করে ইতিহাস লিখতে সাহায্য করছেন, তাঁদের নিজেদের বিশ্বাস কতটা, তা নিয়ে আমার সন্দেহ আছে।’

সাম্প্রতিক রাজনীতি ছাড়াও সত্তরের দশকে তৈরি ছবির সঙ্গে আজকের ছবির তুলনা করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘মাসান, গল্লি বয়, বা অনুরাগ কশ্যপ যে ধরনের ছবি করেন, এসব কিছুই হতো না যদি না সত্তরের দশকের পরিচালকরা রাস্তা তৈরি করে না দিতেন। কারিগরি দক্ষতার দিক থেকে দেখলে আজকের দিনের কম বাজেটের ছবি সত্তরের দশকের ছবির তুলনায় অনেকটাই উন্নত। আমার আজকের অভিনেতাদের দেখলে হিংসে হয়। ওঁদের বয়সে আমি যদি এত ভালো হতাম…’

তবে বলিউডে বলিষ্ঠ রাজনৈতিক ছবির অভাব সম্পর্কেও তিনি মত প্রকাশ করেন। নাসিরুদ্দিনের মতে, রাজনৈতিক দিক থেকে ‘অ্যালবার্ট পিন্টো’র কোনও উত্তরসূরি আসে নি।

তবে তিনি আশাবাদী। তিনি মনে করেন, নাগরিকত্ব সংশোধন আইনের কল্যাণে সারা দেশের মুক্তমনা মানুষ একজোট হয়েছে। এর থেকে নিশ্চিতভাবে খুব উঁচুমানের শিল্প বেরোবে বলে আশা প্রকাশ করেন নাসিরুদ্দিন শাহ্‌।

অনুপম খের দীপিকা পাডুকোন নাগরিকত্ব সংশোধন আইন নাসিরুদ্দিন শাহ্‌ বলিউড সিএএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর