Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরুণের উদযাপন


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫০

সারা আলী খানের সাথে ‘কুলি নাম্বার ওয়ান’-এ অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। বিষয়টিকে বরুণ উদযাপন করেছেন প্যান কেক খাওয়ার মধ্য দিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খালি গায়ের ছবি পোস্ট করে বরুণ লেখেন, ‘পেনকেক শুক্রবারের এক নম্বর নাস্তা। মাত্রই কুলি নাম্বার ওয়ানের সাথে যুক্ত হলাম।’ তিনি তার ক্যারিয়ারের অন্যতম মজার ছবি হিসেবে ‘কুলি নাম্বার ওয়ান’কে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘কুলি নাম্বার ওয়ান’র রিমেক এটি। পরিচালনায় রয়েছেন ডেভিড ধাওয়ান এবং প্রযোজনায় ভাসু ভাগনানি। ছবির শুটিং শুরু হয়েছিলো গত বছরের ৮ আগস্ট থেকে ব্যাংককে।

গত ১২ আগস্ট সারা আলী খানের ২৪ তম জন্মদিনে ছবিটির প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়।  আগামী ১ মে ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির পরিকল্পনা প্রযোজকদের।

কুলি নাম্বার ওয়ান বরুণ ধাওয়ান সারা আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর