সিনেমা নিয়েও ট্রাম্পের রাজনীতি, মাতলেন প্যারাসাইট নিন্দায়
২২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫১
সারা দুনিয়ার ওপর ছড়ি ঘুরালেও হলিউড একটু বাঁকা চোখেই দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অস্কারের বিভিন্ন আসরে প্রায়ই তাকে নিয়ে কৌতুকের সুর তোলেন অভিনেতারা। এবার হয়তো সে শোধই তুলতে চাইলেন ট্রাম্প। তাই মাতলেন অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান ছবি প্যারাসাইটের নিন্দায়। ওই দেশের সঙ্গে বাণিজ্যবিরোধ রয়েছে বলেও জানালেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
কলোরাডোর এক র্যালিতে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প মুখ খুলেন হলিউড ও এবারের অস্কার পুরস্কার নিয়ে। ট্রাম্প জানতে চান, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এবার কতটা বাজে ছিল?
তিনি বলেন, সেরা ছবিটির পুরস্কার জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। এটা কী ছিল? তাদের সঙ্গে আমাদের অনেক সমস্যা রয়েছে। আর অ্যাকাডেমি অস্কার দিল সে দেশের ছবিকে!
ছবিটি ভালো কি না তা জানেন না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বং জো-হো পরিচালিত প্যারাসাইট এবারই প্রথম অস্কারের ইতিহাসে কোনো বিদেশি ভাষার ছবি হয়েও সেরা চলচ্চিত্রের খেতাব জুটিয়েছে। শ্রেণি বৈষম্য নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বাগিয়ে নিয়েছে ৪টি।
যুক্তরাষ্ট্রে প্যারাসাইট ছবির পরিবেশক নিয়ন স্টুডিও প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে একদম দেরি করেনি।
তাদের মতে, কোরিয়ান ভাষার ছবিটি বুঝতেই পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প!