Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইজানের কাছে পরিবার আগে


৯ মার্চ ২০২০ ১৪:০৯

পরিবার না ক্যারিয়ার? এ নিয়ে পৃথিবীজুড়ে বিষণ্ণতায় ভোগেন মানুষ। অনেকে তো সিদ্ধান্ত নিতে পারেন না কোনটাকে প্রাধান্য  দেবেন। কিন্তু বলিউডের ‘ভাইজান’ সালমান খান সবসময়ই এ ব্যাপারে এক জায়গায় ধীর স্থির। তার কাছে ক্যারিয়ার না পরিবার এমন প্রশ্ন আসলেই উত্তর ‘ফ্যামিলি ফার্স্ট’।

আর পরিবারকে সবার উপরে রাখতে গিয়ে তিনি ক্যারিয়ারের ক্ষতি করেছেন অসংখ্যবার। সবশেষ তিনি যখন ছোট বোনের স্বামী আয়ুশ শর্মার পরবর্তী ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেলো, তখন তার ভক্তকুল টুইটারে সমালোচনার ঝড় বয়ে দিয়েছিলো। সবার একটাই কথা, পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে সালমান আবারও ভুল করলেন।

বিজ্ঞাপন

তবে সালমানের ভক্তরা নির্ভার থাকতে পারেন। কারণ আয়ুশ শর্মার ছবিতে সালমানের উপস্থিতি অতিথি চরিত্রে। তিনি একটি ক্যামিও চরিত্র করছেন ছবিতে।

‘ভাইজান’র পরিবার প্রীতির ঘটনা এর আগেও ঘটেছে। তার ভাই আরবাজ খানকে ‘প্যায়ার কিয়া তো ডর না কিয়া’ ও ‘দাবাং টু’ এর মতো ছবির পরিচালক করেছেন। আর তার আরেক বোন জামাই অতুল অগ্নিহোত্রীকে নিজের অনেক ছবির প্রযোজক হিসেবে সুযোগ দিয়েছেন।

ক্যারিয়ার পরিবার রাধে সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর