Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টস মালিকদের কড়া সমালোচনা ওমর সানীর


৬ এপ্রিল ২০২০ ১৮:৩৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভিতরে হুট করে গার্মেন্টস খোলার নির্দেশনা। সে নির্দেশ পেয়ে লাখ লাখ গার্মেন্টসকর্মী পায়ে হেঁটে, ট্রাকে-ভ্যানে চড়ে ঢাকা ও গাজীপুরের কর্মস্থলে এসে উপস্থিত হয়েছেন। আবার রাতেই বলা হলো গার্মেন্টস ১১ এপ্রিল পর্যন্ত। রীতিমত তামাশা করা হলো নিরীহ শ্রমিকদের সাথে। আর এরই কড়া সমালোচনা করলেন চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী তার ফেসবুকে লিখেন, ‘‘আমি যদি মরে যাই, গার্মেন্ট মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেবো। আরও অনেক বাজেভাবে বলতে পারতাম, বললাম না। দেখুন টাকা আছে, সোনাদানা আছে, বিশাল অট্টালিকা আছে, অস্ত্রভাণ্ডার আছে, ক্ষমতাও আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দেবো আমরা ঠিক জানি না।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না। ওরাই সামাল দিতে পারছে না। সেখানে আমাদের অবস্থান হাস্যকর। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন। যদি দেশের খ্যাতনামা হাসপাতালগুলো করোনাভাইরাসের চিকিৎসা না করে, তাদের লাইসেন্স বাতিল করে দেন। মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি, আমরা সবাই বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি।’

ওমর সানীর স্ট্যাটাসটি 

https://www.facebook.com/omarsaniimran/posts/245254463295454

ওমর সানী করোনাভাইরাস গার্মেন্টস মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর