Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋষি কাপুরকে নিয়ে স্ত্রী-কন্যার আবেগঘন স্ট্যাটাস


৩১ মে ২০২০ ১৫:৪৭

ঋষি কাপুর বলিউডের একজন কিংবদন্তি। গতকাল (৩০ মে) তার মৃত্যুর এক মাস হয়েছে। আর এ দিনে তার স্ত্রী নীতু সিং এবং মেয়ে রিধিমা ইনস্টাগ্রামে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ঋষি কাপুরের প্রতি শ্রদ্ধা জানাতে ইনস্টাগ্রামে ‘উইশ মি লাক অ্যাজ ইউ ওয়েভ মি গুডবাই’ গানের কয়েকটি লাইন লেখেন নীতু।

https://www.instagram.com/p/CAzVg19ACvB/?utm_source=ig_web_button_share_sheet

এ ছাড়া ঋষি কাপুরের কন্যা রিধিমা কাপুর ও তাঁর স্বামী ভারত সাহনি প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কাপুর পরিবারের একটি ছবি প্রকাশ্যে আনেন রিধিমা। সঙ্গে বেশ প্রচলিত একটি প্রবাদও উল্লেখ করেন তিনি। ছবিতে ঋষি কাপুর, নীতু কাপুর, রিধিমা, ভারত ও তাদের কন্যা সামারাকে দেখা যাচ্ছে।

ঋষি কাপুর নীতু সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর