অকথ্য ভাষায় গালিগালাজ, ক্ষমা চাইলেন অনিল কাপুর
১০ ডিসেম্বর ২০২০ ১৭:৪৭
ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। অভিযোগ, তার নতুন ছবি ‘একে ভার্সেস একে’তে তিনি ভারতীয় বিমান বাহিনীর যে ইউনিফর্মটি পরেছেন তা ভুল। আবার সেই ইউনিফর্ম পরেই অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অভিনেতা। এতে বিমান বাহিনীর সম্মানহানি করা হয়েছে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের নতুন সিনেমা ‘একে ভার্সেস একে’। ছবিতে নিজেদের বাস্তবের চরিত্রেই অভিনয় করবেন অভিনেতা ও পরিচালক। ট্রেলারে রয়েছেন সোনম কাপুরও। ছবির কাহিনি অনুযায়ী সোনমকে অপহরণ করা হবে। আর তাকে খুঁজতে পাঠানো হবে অনিল কাপুরকে। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় এই সাসপেন্স থ্রিলারে অভিনয় করেছেন অনিল ও অনুরাগ। একটি ছবির সেটেই তাকে নতুন প্রজেক্টের অফার দেন অনুরাগ। সেই সময় শুটিংয়ের জন্য বিমানবাহিনীর পোশাকে ছিলেন অনিল। তা পরেই অনুরাগকে গালিগালাজ করেন তিনি। এতেই আপত্তি ভারতীয় বিমানবাহিনীর।
The IAF uniform in this video is inaccurately donned & the language used is inappropriate. This does not conform to the behavioural norms of those in the Armed Forces of India. The related scenes need to be withdrawn.@NetflixIndia @anuragkashyap72#AkvsAk https://t.co/F6PoyFtbuB
— Indian Air Force (@IAF_MCC) December 9, 2020
‘একে ভার্সেস একে’ ছবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন অনিল কাপুর। তা শেয়ার করে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে লেখা হয়, ‘ভিডিওটিতে ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF)-এর ইউনিফর্ম ভুলভাবে পরা হয়েছে। আর তা পরে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার আচরণগত নিয়মের সঙ্গে এটি খাপ খায় না। এই সম্পর্কিত দৃশ্যগুলি বাদ দেওয়া প্রয়োজন।’
@IAF_MCC pic.twitter.com/rGjZcD9bCT
— Anil Kapoor (@AnilKapoor) December 9, 2020
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিমানবাহিনীর পোস্টটির পরপরই বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ফিরতি ভিডিও পোস্ট করে ক্ষমা চান অনিল কাপুর। অভিনেতা জানান, বিমান বাহিনীর ইউনিফর্ম পরে অকথ্য ভাষা বলার জন্য যদি অনভিপ্রেতভাবে কারও ভাবাবেগে তিনি আঘাত করে থাকেন, তাহলে ক্ষমাপ্রার্থী। আরও জানান, সিনেমায় তিনি একজন অভিনেতার চরিত্র করছেন। সেই চরিত্রের জন্যই ওই ইউনিফর্ম পরা হয়েছিল। কাহিনি অনুযায়ী, তার কন্যাকে অপহরণ করা হয়। সেই কারণেই রাগ, ক্ষোভ, দুঃশ্চিন্তায় ওই ভাষা ব্যবহার করা হয়েছে। এর জন্য তিনি ও ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকে ক্ষমাপ্রার্থী। ভারতীয় হিসেবে সেনার প্রতি তার অগাধ আস্থা রয়েছে। এদিকে নেটফ্লিক্সের পক্ষ থেকেও টুইট করে ক্ষমা চাওয়া হয়েছে।
ইতিমধ্যে বেশ নাটকীয়ভাবেই ‘একে ভার্সেস একে’ ছবির প্রচার শুরু করেছিলেন অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপ। সোশ্যাল মিডিয়ার ট্রোলিং সংস্কৃতিকে ব্যবহার করে টুইটারে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ঠিক তারপরই প্রকাশ করা হয়েছিল ‘একে ভার্সেস একে’র ট্রেলার। ছবিতে বাস্তবের প্রেক্ষাপটেই কল্পকাহিনির মেলবন্ধন ঘটানো হয়েছে। তবে অনিল ও নেটফ্লিক্সের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলেও, কোনও দৃশ্য বাদ দেওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।