নতুন করে মুক্তির পরিকল্পনা ‘ঊনপঞ্চাশ বাতাস’
৭ জানুয়ারি ২০২১ ১৭:০৯
গত বছরের আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২৩ অক্টোবর। করোনাকালীন ৭ মাস বন্ধ থাকার পর হল খোলার পর সীমিত পরিসরে সিনেমাটি অল্প কিছু হলে মুক্তি দেওয়া হয়। দর্শক মহলে ভালো সাড়ে ফেললেও হল সংখ্যা খুব একটা বাড়াননি পরিচালক। তবে তিনি সিনেমাটি নতুন করে মুক্তির পরিকল্পনা করছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সারাবাংলার সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ ব্যাপারে কথা বলেন। উজ্জ্বল বলেন, আমাদের ইচ্ছে আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সিনেমা হলে দর্শক আগের মত আসা শুরু করলে আমরা আবার ছবিটি মুক্তি দিব। এ ব্যাপারে আমরা সিনেপ্লেক্সের (স্টার) সঙ্গে কথা বলছি।
তিনি আরও বলেন, আমাদের ছবিটি অস্ট্রেলিয়াতেও চলছে। সিডনির পর ওখানকার মেলবোর্ন, এডিবনবরা, পার্থে ছবিটি চলবে কিছুদিনের মধ্যে।
‘ঊনপঞ্চাশ বাতাস’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজে। আসিফ হানিফের প্রযোজনায় নির্মাণ করেছে রেড অক্টোবর। নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন।
ইমতিয়াজ বর্ষণ ঊনপঞ্চাশ বাতাস পুনরায় মুক্তি মাসুদ হাসান উজ্জ্বল শার্লিন ফারজানা