Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাকশনে টাইগার শ্রফকে টেক্কা দিতে চান কৃতি


১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৫

২০১৪ সালে প্রথমবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন টাইগার শ্রফ-কৃতি শ্যানন। সাব্বির খান পরিচালিত ‘হিরোপন্তি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল দুই তারকাকে। প্রথমবারেই নতুন এই জুটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই জুটিকেই আবার ফিরিয়ে আনছেন পরিচালক বিকাশ বহেল। তার পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘গণপথ’ ছবিতে একসাথে অভিনয় করছেন এই দুই তারকা। প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় মোশন পোস্টার।

বিজ্ঞাপন

‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফের অ্যাকশন তো রয়েছেই, কিন্তু এবার অ্যাকশনে ভরপুর এই ছবিতে কৃতিকে দেখা যাবে অন্য অবতারে। দুটি ভাগে মুক্তি পাবে গণপথ। মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ড বক্সিং এবং মিক্সিং মার্শাল আর্টসকে ছবির ব্যাকগ্রাউন্ডে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। অসাধারণ অ্যাকশন দক্ষতার পরিচয় ‘বাগি’, ‘ওয়ার’-এর মতো ছবিতে আগেই দিয়েছেন টাইগার শ্রফ। তবে চেনা কাজের বাইরে চ্যালেঞ্জিং চরিত্রে কৃতি শ্যানন। টাইগারের পাশাপাশি তাকেও দেখা যাবে নানা অ্যাকশন সিকোয়েন্সে।

গণপত মুক্তি পাবে ২০২২-র শুরুর দিকে। প্রসঙ্গত, টাইগার শ্রফকে শেষ দেখা গেছে ‘বাগি থ্রি’তে। এবং কৃতি শ্যাননকে শেষ দেখা গিয়েছে ‘পানিপথ’ ছবিতে। ‘মিমি’ ও ‘বচ্চন পাণ্ডে’ও রয়েছে অভিনেত্রী কৃতি শ্যাননের হাতে।

কৃতি শ্যানন গণপথ টাইগার শ্রফ টাইগার শ্রফ-কৃতি শ্যানন পরিচালক বিকাশ বহেল বলিউড সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর