Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে এলো নিশো-মেহজাবীনের ‘মাজনু’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৩

তরুণ নির্মাতা ভিকি জাহেদ নির্মিত ‘মাজনু’ অনলাইনে এসেছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নাটকটি ইউটিউব চ্যানেল লাইভ টেকনোলজিসে প্রকাশিত হয়েছে।

ভালোবাসা দিবসের নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন। ‘মাজনু’ তে নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন খায়রুল বাশার। এটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন।

নাটকটির কাহিনি আবর্তীত হয়েছে একজন বিহারী ছেলের সঙ্গে বাঙ্গালী মেয়ের প্রেম নিয়ে। যে প্রেম শুরু হয়েছিল ছোটবেলায় এক সঙ্গে খেলতে গিয়ে। ভিকি জাহেদ নিজের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন।

জানা গেছে, গত বছরের নভেম্বরে ‘মাজনু’র শুটিং হয়েছে। পুরান ঢাকার গেন্ডারিয়া, শ্যামবাজার ও নাজিরাবাজারে শুটিং হয়েছে।

এটি নিশো-মেহজাবীন নিয়ে ভিকি জাহেদের চতুর্থ নির্মাণ। তিনি গত বছর জনপ্রিয় এ জুটিকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘নির্বাসন’, ‘জন্মদাগ’ ও ‘ইরিনা’। তিনটি নাটকই গত বছর বোদ্ধা ও দর্শক মহলে আলোচিত ও প্রশংসিত হয়েছিল।

এ জুটিকে নিয়ে ভিকি এবারের ভালোবাসা দিবসের জন্য নির্মাণ করেছেন ‘মাজনু’ ছারাও নির্মাণ করেছেন ‘ভুলজন্ম’।

‘ভুলজন্ম’-এ নিশো-মেহজাবীন ছাড়া রয়েছেন লুৎফর রহমান জর্জ। এটি প্রচারিত হবে আরটিভিতে।

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো মাজনু মেহজাবীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর