অনন্তের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার শিকার সাংবাদিকরা
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৯
আলোচিত নায়ক, প্রযোজক অনন্ত জলিল তার পরবর্তী ছবি নিয়ে আয়োজন করেছিলেন এক সংবাদ সম্মেলনের। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন সাংবাদিকরা।
ভুক্তভোগী কয়েকজন সাংবাদিক জানান, একজন সিনিয়র সাংবাদিক অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় তার কাছে আমন্ত্রণপত্র না থাকায় তার সঙ্গে বাজে ব্যবহার করেন ইভেন্ট কর্মীরা। এ সময়ে তাকে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেন তারা। এর প্রতিবাদে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জনের উদ্যোগ নেন।
পরবর্তীতে ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন অনন্ত জলিল। তিনি ‘সরি’ বলেন এর জন্য। তিনি বলেন, ‘আপনারা ইভেন্ট ম্যানেজমেন্ট-এর লোকদের ওপর রাগ করে চলে যাবেন এটা হতে পারে না। ওরা ইভেন্টের দায়িত্বে ছিল, ওরা আমাদের পার্টনার নয়, ওরা ছবির মালিকও নয় প্রোডিউসারও নয়। আমি সবচেয়ে বেশি সাংবাদিকদের সম্মান করি। এটা সবাই জানে অনন্ত ভাই কত শ্রদ্ধা করে সাংবাদিকদের। আমি কোনো অনুষ্ঠানে গেলে কখনো আগে বসি না, আগে সাংবাদিকদের সঙ্গে দেখা করি। আমি এতোটাই শ্রদ্ধা করি সাংবাদিকদের। একটা ইভেন্ট কম্পানির জন্য তো আমি দায়ী হতে পারি না।’
সারাবাংলা/এজেডএস