শুরু হলো ‘ফিরে দেখা’র শুটিং
১ মার্চ ২০২১ ১৪:৪০
জনপ্রিয় অভিনেত্রী রোজিনা ‘ফিরে দেখা’ নামে সরকারি অনুদানে একটি ছবি নির্মাণ করছেন। সোমবার (১ মার্চ) সকাল থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে শুটিং শুরু হয়েছে। প্রথম দিন নিরব ও স্পর্শিয়ার একটি গানের চিত্রায়ন হবে।
রোজিনা বলেন, চলচ্চিত্র পরিচালক হিসেবে আমার নতুন যাত্রা হচ্ছে। এ যাত্রায় আমি সকলের কাছে দোয়া চাই।
তিনি জানান, তারা টানা কাজ করে পুরো শুটিং শেষ করবেন।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন নিরব ও স্পর্শিয়া। এছাড়া ‘ফিরে দেখা’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোজিনা নিজে। তার বিপরীতে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন।
মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’।রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমাটির কাহিনি গল্প।কুমড়াকাধি গ্রাম থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।
২০১৯-২০ অর্থ বছরে ‘ফিরে দেখা’ সরকারি অনুদান পেয়েছে। এর আগে বেশ কয়েকটি নাটক পরিচালনা করলেও এটি রোজিনার পরিচালিত প্রথম সিনেমা।
সারাবাংলা/এজেডএস