ঈদে ত্যাগের মহিমা উপলব্ধি করার কথা বললেন জয়া আহসান
২১ জুলাই ২০২১ ১৬:৩৯
এই ঈদে ত্যাগের মহিমা উপলব্ধি করার কথা বললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই অনুরোধের পাশাপাশি সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে বায়তুর রউফ মসজিদের একটি ছবি শেয়ার করে পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘এই ঈদ আমাদের ত্যাগের মহিমা উপলব্ধি করার কথা বলতে বারবার ফিরে আসে। করোনার মহামারিতে যখন বহু মানুষ আরও দারিদ্র্যের অতলে তলিয়ে যাচ্ছে, যখন জীবিকা হারিয়ে অসহায়ভাবে মাথা কুটছে পথে, বাবা খাওয়া তুলে দিতে পারছে না অভূক্ত সন্তানের মুখে, যখন কারো না কারো পরিবারের সদস্য চলে যাচ্ছে সব শূন্য করে দিয়ে—এই ত্যাগের অর্থ যেন তখন আরও গভীর।’
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন, ‘এই ত্যাগের উপলব্ধি মানুষ হিসেবে আমাদের পূর্ণতর করুক। ঈদ মোবারক।’
শুধু সৌন্দর্য নয়, অভিনয়ের জোরেও দুই বাংলার দর্শকের কাছে জনপ্রিয় জয়া আহসান। সমালোচনা নিয়ে কখনওই মাথা না ঘামিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন এই অভিনেত্রী। জানা গেছে, এবারের ঈদ তিনি ঢাকাতেই করছেন। তবে ঈদের পর অবস্থা স্বাভাবিক হলে উড়াল দেবেন কলকাতায়। সেখানে বেশ কয়েকটি সিনেমার শুটিং রয়েছে তার। পাশাপাশি শুরু করবেন মেজবাউর রহমান সুমন পরিচালিত তার সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘রইদ’-এর শুটিং।
সারাবাংলা/এএসজি