Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুলপ্রয়াণদিবসে ছায়ানটের ‘মিলনে বিরহে নজরুল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ই ভাদ্র – বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস। বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা জাতীয় কবির এই প্রয়াণ দিবসকে ঘিরে নানা আয়োজন থাকলেও এবার করোনার ভাইরাস পরিস্থিতির কারণে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। তবে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ এই দিনটি পালন করবে ভার্চ্যুয়ালি।

নজরুলপ্রয়াণদিবসে ছায়ানটের নিবেদন ‘মিলনে বিরহে নজরুল’। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১২ই ভাদ্র ১৪২৮, ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৯টায়, ছায়ানটের ফেইসবুক পেইজ facebook.com/chhayanaut1961 ও ইউটিউব চ্যানেল youtube.com/ChhayanautDigitalPlatform-এ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

ছায়ানট ছায়ানট ডিজিটাল প্ল্যাটফর্ম নজরুলপ্রয়াণদিবস নজরুলপ্রয়াণদিবসে ছায়ানটের ‘মিলনে বিরহে নজরুল’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর