Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন অপূর্ব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৮

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শ্যাম্মা। তিনি একজন আমেরিকা প্রবাসী।

অপূর্ব’র ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩১ আগস্ট) শ্যাম্মার বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।

তবে একটি সূত্র জানিয়েছে, অপূর্ব ও শ্যাম্মার আকদ হয়েছে গত ২৮ আগস্ট।

অপূর্ব টিভি অভিনেত্রী প্রভাকে প্রথম বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর সে সংসার ভেঙে যায়। এরপর তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। গত বছর অপূর্ব ও অদিতি তাদের নয় বছরের সংসারের ইতি টানেন। তাদের দুজনের আয়াশ নামে এক সন্তান রয়েছে।

এদিকে জানা গেছে, শ্যাম্মার আগের সংসারে বিচ্ছেদ হওয়ার অনেকদিন একা ছিলেন। সেখানে তার তেরো বছর বয়সী এক ছেলে রয়েছে। কিছুদিন পূর্বে অপূর্বের সঙ্গে তার প্রেম-প্রণয় হয়েছে।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব তৃতীয় বিয়ে শ্যাম্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর