আবারও পুরস্কৃত অপরাজিতার ‘রিভোল্ট’
১ নভেম্বর ২০২১ ১৭:১৫
সাত রঙ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ পুরস্কার অর্জন করেছে অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য ‘রিভোল্ট(দ্রোহ)’। এর আগে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ‘রিভোল্ট’ অর্জন করেছে ১৩টি পুরষ্কার।
চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক বলেন, নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’। সামাজিক চাপে প্রতিনিয়ত নারী বৃত্তবন্দী হয়ে পরে, তখন বৃত্তটাকে ভেঙে ঘুরে দাঁড়ানোর কোনও বিকল্প থাকে না। নারীর ঘুরে দাঁড়ানোর গল্প বলা হয়েছে এতে।
২৯ অক্টোবর ‘সাত রঙ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নীলফামারিতে প্রথমবারের মতো এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছেন সাত রঙ মিডিয়ার প্রতিষ্ঠাতা আলেকজান্ডার অলোক ঢালি।
উৎসবটিতে সারাদেশ থেকে পাওয়া ১১৩টি ছবি থেকে জুরিগণ প্রথমে প্রতিযোগিতার জন্য বাছাই করেন ৭টি চলচ্চিত্র।
৩০ অক্টোবর উৎসবের শেষ দিন সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার ৭টি চলচ্চিত্র থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার অর্জন করে অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট-দ্রোহ’ এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরষ্কার অর্জন করে ‘নিবাস’ চলচ্চিত্রের পরিচালক রানা মাসুদ।
সারাবাংলা/এজেডএস