বাংলা গান প্রযোজনায় এলো টিএম রেকর্ডস
১৩ ডিসেম্বর ২০২১ ১৬:০৪
বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। তাদের যৌথ প্রয়াসে সৃষ্টি হয়েছে দেশের প্রথম এইচডি মিউজিক চ্যানেল গানবাংলা। বাংলাদেশের আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম হিসেবে পৃথিবীজোড়া প্রশংসিত আজ ‘উইন্ড অব চেঞ্জ’। ভালোবাসার সুতোয় বেঁধেছেন দেশের পুরো সঙ্গীতাঙ্গনকে। এবার সেই ভালোবাসার নিদর্শনস্বরূপ তাদের নামের অদ্যাক্ষরে সৃষ্টি হল আন্তর্জাতিকমানের নতুন বাংলা গান উপহার দেয়ার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস।
রোববার রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্স-এ সংগীতশিল্পীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নতুন এই রেকর্ড লেবেল। অনুষ্ঠানে শতাধিক সংগীতশিল্পীর উপস্থিতিতে টিএম রেকর্ডসের উদ্বোধন ঘোষণা করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
তিনি বলেন, “আমাদের জীবন ফুরিয়ে যায়, কিন্তু শিল্প বেঁচে থাকে। শিল্পীরা বর্তমান বাস্তবতায় বসবাস করে আমাদের অন্য এক বাস্তবতার সন্ধ্যান দেন। তারা ইশ্বরের আশীর্বাদপুষ্ট। আমার সৌভাগ্য হয়েছে গানবাংলা পরিবারের সঙ্গে মেশার। তাদের পরিবেশনা উপভোগ করার। এমন আন্তরিক পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। টিএম মানে হোক ‘ট্রিমেন্ডাস মিউজিক’(অসাধারণ সংগীত), বাংলা গানকে অনন্য মাত্রায় পৃথিবীর কাছে উপস্থাপন করতে কাজ করে যাবে টিএম রেকর্ডস তার জাদু দিয়ে-এটা আমি বিশ্বাস করি।”
টিএম রেকর্ডস জানায়, চলতি মাস থেকেই নিয়মিত বিরতিতে গানগুলো চমক আকারে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে তারা।
সারাবাংলা/এজেডএস