Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা সংকটাপন্ন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২২ ১৮:২৮

গত ২ ডিসেম্বর থেকে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ। এরমধ্যে দু’একবার কিছুটা সুস্থ হয়ে উঠলেও বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। জানা গেছে, আজ সকালে আইসিইউতে তার হার্ট অ্যাটাক হয়েছে।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নাসির উদ্দীন ইউসুফ লিখেছেন, ‘হাসান আরিফ ভালো নেই। আজ সকালে আইসিইউতে তার হার্ট অ্যাটাক হয়েছে। প্রার্থনা তার আরোগ্যের জন্য।’ জানা গেছে, বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন হাসান আরিফ।

বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নাসির উদ্দীন ইউসুফ-এর পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নাসির উদ্দীন ইউসুফ-এর পোস্ট

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।

সারাবাংলা/এএসজি

আবৃত্তিশিল্পী হাসান আরিফ নাসির উদ্দীন ইউসুফ সংকটাপন্ন অবস্থায় আবৃত্তিশিল্পী হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর