Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোধনের ‘জাগাও প্রাণের সুপ্তশক্তি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ অক্টোবর ২০২২ ১৮:৪৮

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র আয়োজনে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল তাদের নিয়মিত আবৃত্তি আয়োজন ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪৬তম পর্ব। আবৃত্তিশিল্পী অসীম দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ও সংবাদ সঞ্চালক ফারহানা তৃণা, স্বপ্নযাত্রী আবৃত্তি দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী উমেসিং মারমা, বোধন সদস্য আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি, হৈমন্তী তালুকদার, হিমানী মজুমদার ও সত্যজিৎ চক্রবর্তী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে বোধনের নির্বাহী সদস্য আবৃত্তিশিল্পী সুছন্দা ঘোষ চৌধুরীর বড় ভাই বিশিষ্ট কবি, গল্পকার, আবৃত্তিকার রবিন ঘোষ এবং বোধন সদস্য আবৃত্তিশিল্পী শারমিন মৃত্তিকা ও হোসনে আরা তারিনের পিতা জনাব নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপস্থিত সবাই ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে আরও আবৃত্তি পরিবেশন করেন তৈয়বা জহির আরশি, হৈমন্তী তালুকদার, হিমানী মজুমদার, সত্যজিৎ চক্রবর্তী, ফারহানা তৃণা এবং উমেসিং মারমা। আবহ সঙ্গীতে ছিলেন সন্দীপন সেন একা।

আবৃত্তিশিল্পীদের হাতে বোধন’র পক্ষে শুভেচ্ছা স্মারক তুলে দেন বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ, শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, সহ-সভাপতি এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, জ্যেষ্ঠ সদস্য সুদীপ বড়ুয়া খোকন, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।

উল্লেখ্য, কর্মীদের আবৃত্তিশিল্পী হিসেবে গড়ে তোলার প্রয়াসে বোধন দশ বছর পূর্তির পর থেকেই এই শিরোনামে নিয়মিত আবৃত্তি আয়োজন করছে।

সারাবাংলা/আরডি/এএসজি

বোধনের ‘জাগাও প্রাণের সুপ্তশক্তি’