Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরুষ ও ছেলে শিশুর উপর যৌন নির্যাতনের গল্প ‘মুনতাসীর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৭:৪৮

যৌন নির্যাতনের কথা বললে আমরা সাধারণত নারী ও মেয়ে শিশুদের কথা বুঝি। সাধারণত পুরুষ ও ছেলে শিশুদের গল্প কেউ ফিকশনে তুলে আনেন না। তবে সে চেষ্টা করেছেন নির্মাতা ইফফাত জাহান মম তার ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’-এ।

এশিয়ান ইন্সটিটিউট অফ মিডিয়া এন্ড কমিউনিকেশন বাংলাদেশ (এআইএমসি) ১০ বছর উদযাপনের অংশ হিসেবে নারী নির্মাতাদের ছবি প্রযোজনার উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগের প্রথম প্রচেষ্টা ওয়েব ফিল্মটি।

বিজ্ঞাপন

নির্মাতা বলেন, নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের স্বীকার হয়। কিন্তু সামাজিক ট্যাবু ভেঙ্গে বলার সাহস কেউ করে না। আমাদের গল্পে পুরুষকে মানুষ হিসেবে বুঝাতে চেয়েছি। নারীদের মতো পুরুষদেরও থাকে যৌন হয়রানীর অভিজ্ঞতা, ট্রমা। যৌন নির্যাতনের যে আসলে কোনো লিঙ্গ পরিচয় নেই তার গল্পই ‘মুনতাসীর’।

ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অশোক বেপারী, এলিনা শাম্মী, ইকবাল হোসেইন, শরীফ সিরাজ, মনোজ প্রামানিক, ফারহানা হামিদ, শাহজাদা সম্রাট চৌধুরী, তৌহিদুল তাইফ, নুসাইফা, হাসিবুল হাসান নিবির। এর সঙ্গীতায়োজন ও গান করেছেন আরাফাতুল হাসান শান্ত।

‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষ্যে ১৯ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

সারাবাংলা/এজেডএস

মুনতাসীর