Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ পালন করলেন শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ ডিসেম্বর ২০২২ ১২:৫৪

বলিউড বাদশা বহু আগের এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মক্কা নগরীতে যেতে চান, হজ করতে চান। সে সুযোগ আসছিলো না নানা কারণে। অবশেষে ‘ডানকি’ ছবির শুটিংয়ে গিয়ে সে সুযোগটা লুফে নিলেন তিনি। পালন করলেন ওমরাহ হজ।

শাহরুখ খান , রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় ‘ডানকি’র শুটিং চলছিল সৌদি আরবে। আপাতত তাও শেষ। বুধবারই ভিডিও বার্তায় তিনি প্যাক আপের কথা ঘোষণা করেছিলেন। বলেন, ‘সৌদিতে ডানকির শুটিং শেষ করে বেশ নির্ভার অনুভব করছি। ভাল লাগছে। রাজু স্যর ও গোটা টিমকে ধন্যবাদ। সৌদির সংস্কৃতি মন্ত্রক যেভাবে আমাদের স্বাগত জানিয়ে, দারুণ দারুণ লোকেশনে শুট করার অনুমতি দিয়েছে, তাতে তাদের বিশেষ ধন্যবাদ। আমি আপ্লুত।’

বিজ্ঞাপন

এরপরই শুটিংয়ে ইতি টেনে শাহরুখ পরদিন ছোটেন মক্কায়। বদলে গেল বেশভূষাও। পরনে কাফন কাপড় জড়িয়ে ওমরাহ’র আনুষ্ঠানিকতা শুরু করেন। আর তাকে ওমরাহ’র ময়দানে দেখে অনেকেই চিনতে পারেন। সে ছবি তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল।

সারাবাংলা/এজেডএস

ওমরাহ হজ ডানকি শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর