শহীদ বুদ্ধিজীবী স্মরণে রক্তকরবীর ‘ও আলোর পথযাত্রী’
১৫ ডিসেম্বর ২০২২ ১৫:৫৪
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে সঙ্গীতালেখ্যর আয়োজন করে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘রক্তকরবী’। ১৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফুলকির সুগত প্রসাদ মুক্তমঞ্চে কথামালা ও মুক্তিযুদ্ধের সময়ের দেশের গান নিয়ে সাজানো এই সঙ্গীতালেখ্যে একক, দ্বৈত ও সমবেত মোট ২২ টি গান পরিবেশন করা হয়। কথামালায় ছিলেন কণ্ঠযোদ্ধা সঙ্গীতজ্ঞ শীলা মোমেন।
বুদ্ধিজীবী দিবসের এই আয়োজনে মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বলেন, ‘৭১ এ দাম দিয়েছি অনেক। ঘরে ঘরে হারিয়েছি স্বজন। বুদ্ধিজীবী হত্যা সে সময়ের এক রক্তাক্ত বীভৎস কালো অধ্যায়। বাংলার ইতিহাস, ত্যাগের ইতিহাস। ৪৭-এ দেশভাগের পর ৫২ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি স্বাধীন দেশ পেতে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের। লাখো শহীদের প্রাণের বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ।’
উল্লেখ্য প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে সদা সচেষ্ট ‘রক্তকরবী’। আর সেই চেতনা থেকেই বুদ্ধিজীবী দিবসে তাদের শ্রদ্ধার্ঘ- ‘ও আলোর পথযাত্রী’।
সারাবাংলা/আরডি/এএসজি