Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার ছবির আদলে নির্মিত হয়েছে ‘কাগজ’

আহমেদ জামান শিমুল
১৮ ডিসেম্বর ২০২২ ২০:১৬

নবীন পরিচালক জুলফিকার জাহেদির ‘কাগজ’ কলকাতার ছবির আদলে নির্মিত হয়েছে বলে দাবি করলেন এ ছবির নায়ক ইমন। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ছবিটিতে ইমনের নাম থাকবে ইমন আহমেদ। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। পুরো দেশব্যাপী তার অগণিত পাঠক। তার গল্প নিয়ে পরিচালকরা সিনেমা বানান।

‘কাগজ’-এ নিজের চরিত্র নিয়ে এমন ধারণা দিয়ে ইমন বলেন, ‘কলকাতার কিছু ছবি বুম্বা দা (প্রসেনজিৎ চ্যাটার্জি), আবির চ্যাটার্জী করে— ওইরকম একটা ফ্লেভার এখানে পাবেন। ঠিক ফ্লেভার বা আদলে না। ওটিটি প্ল্যাটফর্মে যেরকম গল্প দর্শক পছন্দ করছে সেরকম করে করা হয়েছে এখানে। এ ছবিতে অনেক পরিপক্ক অভিনয় করেছে সবাই।’

লেখক হিসেবে অভিনয়ের আগে নিজেকে কীভাবে তৈরি করেছেন? ‘আমার মনে হয় বাংলাদেশের সবাই লেখক। লেখালেখির হাত সবার ভালো। আর আমরা যেহেতু অভিনয় করি, মনের অজান্তে কিছু লিখি— যেহেতু প্রচুর স্ক্রিপ্ট, গল্প পড়তে হয়। অনেক সময় মাথায় অনেক প্লট আসে, ছোট করে লিখি। ওই অভিজ্ঞতাটা আছে। এমন না আমি কোনো উপন্যাস লিখিছি।’

‘প্রস্তুতি বলতে আমাদের দেশে তো অনেক বড় বড় লেখক আছেন। তাদের জীবনী পড়েছি। তাদের যারা কাছের ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। একজন লেখকের ওভারঅল লাইফস্টাইল, চালচলন ও ভঙ্গিমা জেনেছি। গল্পটা নিয়ে পরিচালকের ভাবনা শুনেছি। আমার কিছু হোমওয়ার্ক ছিলো। সবকিছু মিলিয়ে ব্লেন্ডিং করার চেষ্টা করেছি,’—বলেন ইমন।

দর্শক কেনো এ ছবি দেখবে? এমন প্রশ্নের জবাবে পরিচালক জুলফিকার জাহেদী বলেন, ‘এ ছবির সংলাপগুলো সুন্দর। আমরা ফিল্মি কোনো সংলাপ ব্যবহার করি নাই। গতানুগতিকভাবে আমরা যেসব শব্দ ব্যবহার করি সেগুলোও ব্যবহার করি নাই। খুবই সাবলীল ও সুন্দর শব্দচয়ন করেছি। এ ছবিতে আমরা হলিউডের ক্লাসিক ছবিগুলোর মতো রেডিশ কালার টোন ব্যবহার করা হয়েছে। আমাদের ছবির মিউজিক অনেক সুন্দর। আর গল্পটা আশা করি দর্শক পছন্দ করবে।’

বিজ্ঞাপন

ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন আইরিন ও মায়মুনা মম। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। ছবিটি ২৩ ডিসেম্বর মুক্তি পাবে।

সারাবাংলা/এজেডএস

ইমন কাগজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর