Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক গল্পের নাটক ‘মেজো ভাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৪:৩৯

ইউটিউবে উন্মুক্ত হয়েছে পারিবারিক গল্পের নতুন নাটক ‘মেজো ভাই’। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় স্কাইভিউ ফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে এটি। নাটকটিতে অভিনয় করেছেন মীর আক্কেলখ্যাত সাইদুর রহমান পাভেল ও ইমু সিকদার।

চয়ন দেবের রচনায় ‘মেজো ভাই’ নাটকে সাইদুর রহমান পাভেল ও ইমু সিকদার ছাড়া আরো অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ফাতেমা হিরা,নূরে কাঞ্চন চৌধুরী, আরমান হোসাইন প্রত্যয়, আলভি প্রীতি, শাহ রায় চৌধুরী। চিত্রগ্রহণে ছিলেন ইমাদ আলিম, সম্পাদনা করেছেন ফুয়াদ, রঙের বিন্যাস করেছেন টিডি দিপক, মিউজিক করেছেন রবিন ইসলাম।

বিজ্ঞাপন

‘মেজো ভাই’ নিয়ে জিয়াউদ্দিন আলম বলেন, আমি এর আগে কমেডি ও রোমান্টিক নাটক বেশি বানিয়েছি। এবার একটি পরিবারের গল্প বলার চেষ্টা করেছি । মা, ভাই বোন, হাসি কান্না সব মিলিয়ে গল্পটা আপনাদের আশাহত করবে না, নিঃসন্দেহ বলতে পারবেন এটা আমার গল্প, আমাদের গল্প।

পাভেল বলেন, জিয়া ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি সাধারণত কমেডি নাটক বেশি করি, তবে এটি একটু সিরিয়াস টাইপের কাজ। ইতোমধ্যে নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি।

সারাবাংলা/এজেডএস

ইমু সিকদার জিয়াউদ্দিন আলম পাভেল মেজো ভাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর