Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় মারা গেলেন নীরা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৮:০৭

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। রোববার (১৫ জানুয়ারি) ঘটা সে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশটির জনপ্রিয় লোকসংগীতশিল্পী নীরা ছান্তিয়াল। নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করেন।

জানান, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন লোকশিল্পী নীরা ছান্তিয়াল। যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান। নীরা মৃত্যুর আগে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’

জানা গেছে, বিমানকর্মী এবং যাত্রী সহ বিমানে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন, ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

সারাবাংলা/এজেডএস

নীরা ছান্তিয়াল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর