Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হঠাৎ বৃষ্টি’র দুই যুগ পর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৬:৪৮

ফেরদৌসের ক্যারিয়ার ঘুরিয়ে দিয়েছিলো ‘হঠাৎ বৃষ্টি’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রথমে টেলিভিশনে মুক্তি পায়। এরপর সিনেমা হলে মুক্তি পেয়ে রেকর্ড ব্যবসা করে। সে ছবিতে ফেরদৌসের নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। তবে আরও একজনের সঙ্গে তাকে দেখা গিয়েছিলো। তিনি হচ্ছেন আজকের শ্রীলেখা মিত্র।

দেখতে দেখতে ২৫টা বছর পার হয়ে গেছে। কিন্তু সে ছবির ‘অজিত’ ও ‘প্রীতি’ আবার জুটিবদ্ধ হচ্ছেন। তবে নির্মিতব্য ছবিটি নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ শ্রীলেখা।

বিজ্ঞাপন

নিজের নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কলকাতা থেকে রবিবার (১৫ জানুয়ারি) ঢাকায় এসেছেন শ্রীলেখা। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সোমবার (১৬ জানুয়ারি) বিকেল পাঁচটায় এটি প্রদর্শীত হয়েছে। তার আগে শ্রীলেখা অংশ নেন নারী নির্মাতাদের নিয়ে আয়োজিত একটি কনফারেন্সে। তারপর মুখোমুখি হন বাংলাদেশি সংবাদ মাধ্যমের।

সেখানে নানা বিষয়ে সাবলীল উত্তর দেন শ্রীলেখা মিত্র। নিজের ক্যারিয়ার থেকে ব্যক্তি জীবন, সব বিষয়েই কথা বলেন তিনি।

এসময় দীর্ঘদিনের বন্ধু চিত্রনায়ক ফেরদৌস সম্পর্কে জানতে চাইলে শ্রীলেখা বলেন, ফেরদৌসের সাথে একটি বাংলা ছবি করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। তবে প্রযোজক-পরিচালক যেহেতু আনুষ্ঠানিকভাবে ছবিটি নিয়ে ঘোষণা দিবেন, আমি এর বেশি বলতে চাইছি না।

সারাবাংলা/এজেডএস

ফেরদৌস শ্রীলেখা মিত্র হঠাৎ বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর