Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপাতত পাঁচ সিনেমা হলে ‘বীরকন্যা প্রীতিলতা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪১

বিট্রিশবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতাকে নিয়ে প্রদীপ ঘোষ নির্মাণ করেছেন ‘বীরকন্যা প্রীতিলতা’। ছবিটি দেশের পাঁচটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।

প্রদীপ ঘোষ বলেন, আপাতত পাঁচটি সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে সিনেমাটি। এছাড়া সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক টিকিটে এটি দেখানো হবে।

বিজ্ঞাপন

তিনি জানালেন, প্রথমে প্রীতিলতা ও সূর্য সেন দুজনের গল্প একসঙ্গে দেখাতে চেয়েছিলেন। পরবর্তীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পরামর্শে শুধু প্রীতিলতাকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নেন। এ নিয়ে প্রদীপ বলেন, ‘হাছান ভাই যখন আমাকে বললেন প্রীতিলতাকে নিয়ে আলাদা করে কোনো সিনেমা কোথাও হয়নি। তখন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিই এবং সে অনুযায়ী চিত্রনাট্য করি।’

ছবিটি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে। এতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তিশার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। তিশা বলেন, ‘প্রত্যেকটা শিল্পীরই এধরনের চরিত্রে অভিনয়ের স্বপ্ন থাকে। আমি এ ছবিতে আমার স্বপ্নের চরিত্রে অভিনয় করতে পেরেছি।’

সারাবাংলা/এজেডএস

তিশা বীরকন্যা প্রীতিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর