Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব-পায়েল জুটির ‘ঈর্ষা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৭

নাটকের সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব নিজেকে ক্রমশ সরিয়ে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ফলে এখন আর টিভি পর্দা বা ইউটিউব চ্যানেলের নতুন কাজে সচরাচর মেলে না তার মুখ।

আশার কথা, এই ভালোবাসা দিবস উপলক্ষে দারুণ একটি বিশেষ নাটকে পাওয়া যাবে এই অভিনেতাকে। যেখানে তিনি অভিনয় করেছেন সময়ের আরেক আলোকিত মুখ কেয়া পায়েলকে নিয়ে।

সিএমভি’র ব্যানের ‘ঈর্ষা’ নামের বিশেষ এই নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন এবং নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা সূত্রে জানা গেছে গল্পটির খানিক আভাস। যাতে দেখা যাবে নব দম্পতি তুর্জ ও রাত্রির সংসারের গল্প। যে গল্পে যেমন রয়েছে বিচ্ছেদের সুর, তেমনি থাকছে ভালোবাসার অন্যরকম এক গল্প।

বিজ্ঞাপন

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে শিগগিরই ‘ঈর্ষা; উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর