Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী লেখা আছে শেষ পৃষ্ঠায়?


১৪ মে ২০১৮ ১৩:৩৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘শেষ পৃষ্ঠা’, অর্থাৎ কাহিনী বা গল্পের শেষ। বাঁধন, মৃদুল ও তন্ময়ের গল্পটাও শেষ হয়েছে শেষ পৃষ্ঠায় অর্থাৎ টেলিছবির শেষে। আনন্দ বা কষ্ট, দুই থাকতে পারে গল্প, কাহিনী বা নাটকের শেষাংশে। ‘শেষ পৃষ্ঠা’ টেলিছবিতেও পাওয়া না পাওয়ার একটা গল্প বলতে চেয়েছেন পরিচালক।

টেলিছবিতে মূল তিন চরিত্র। বাঁধন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন, মৃদুল চরিত্রে সজল এবং তন্ময় চরিত্রে এস এন জনি। পরিচালনা করেছেন আজাদ আল মামুন। ঈদের অনুষ্ঠানমালায় কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে নাটকটি।

গল্পে বাঁধন একজন সমাজকর্মী পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরিও করেন। বাঁধনের অফিসের বস তন্ময়। অন্যদিকে মৃদুল একজন চাকরিপ্রার্থী। বাঁধনের সঙ্গে তার পরিচয় দুর্ঘটনার মধ্যমে।

এই তিন পরিচয় নিজেদের মধ্যে কীভাবে সম্পর্ক স্থাপন করবে তাই দৃশ্যের মাধ্যমে দেখতে পাবেন দর্শকরা। এবং এই তিনজনের শেষ পরিণতি পাওয়া যাবে ‘শেষ পৃষ্ঠা’য়।

টেলিছবিটির গল্প লিখেছেন সেজান নূর। ফ্যাক্টর থ্রি সল্যুশনস নিবেদিত ও জেড এস মাল্টিমিডিয়া প্রযোজিত টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন মীর শহীদ, আজম খান, এম এইচ ফয়সাল, আবির খান, নুসরাত দোলনসহ অনেকে।

সারাবাংলা/পিএ/পিএম

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর