Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইয়ুব বাচ্চুর গান নতুনভাবে উপস্থাপনে চুক্তি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ১৭:৫৭

আজ আইয়ুব বাচ্চুর ৫ম প্রয়াণ দিবস। গত পাঁচ বছরে রক লিজেন্ডের গান নিয়ে শ্রোতা-ভক্তদের আগ্রহ কমেনি। প্রয়াণ দিবসকে সামনে রেখে গত মঙ্গলবার আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ, গাওয়া গানগুলো তরুণ প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন এবং রক লিজেন্ডকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজনে এবি কিচেন ও এশিয়াটিক ইএক্সপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এশিয়াটিক ইএক্সপির কাযালয়ে এবি কিচেনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আইয়ুব চন্দনা। ইএক্সপির পক্ষে স্বাক্ষর করেন এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপার্সন সারা যাকের।

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় এশিয়াটিক ইএক্সপি, প্রয়াত কিংবদন্তি শিল্পী এবং সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চু’র সৃষ্টি করা গানগুলোর নতুন আঙ্গিকে প্রচার এবং প্রসারের অনুমোদন পেয়েছে। নতুন শিল্পী দিয়ে নতুন ভাবে গানগুলো তৈরি করা এবং আইয়ুব বাচ্চু’র সৃষ্টি করা গানগুলোর মাধ্যমে নতুন নতুন যন্ত্র শিল্পী খুঁজে বের করতে কাজ করবে এশিয়াটিক ইএক্সপি।

এছাড়া আইয়ুব বাচ্চুর স্মরণে কনসার্ট আয়োজন করা, এবি কিচেনের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি করা এবং আইয়ুব বাচ্চু’র ব্যবহৃত গিটার এবং অন্যান্য সামগ্রী দিয়ে জাদুঘর তৈরি এই সমঝোতা চুক্তির অন্তর্ভুক্ত। এ চুক্তির ফলে আইয়ুব বাচ্চু’র সৃষ্ট গান অথবা এল আর বি’র কোন গান প্রচার অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এশিয়াটিক ইএক্সপি এবং এবি কিচেনের অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে ফেরদৌস আইয়ুব চন্দনা বলেন, “আমরা এরই মধ্যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এবং আজ আমরা একটি সমঝোতায় এসেছি। এর ফলে বাচ্চুর কাজগুলাকে নিয়ে সামনে আরো সুন্দর কিছু কাজ আসবে। আশা করি, এশিয়াটিক ইএক্সপির সাথে যৌথভাবে আমরা সামনে আরো বড় কিছু কাজ করবো।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইরেশ যাকের বলেন, “আইয়ুব বাচ্চু আমাদের কাছে একজন কিংবদন্তি। উনার রেখে যাওয়া সৃষ্টিকে আমরা চেষ্টা করবো এগিয়ে নিয়ে যেতে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম তাকে জানতে পারে এবং তার সৃষ্টিগুলোর চর্চা করে।

সারাবাংলা/এজেডএস

আইয়ুব বাচ্চুর গান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর