আমরা করবো জয়
২৪ মে ২০১৮ ১৯:৩৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠির মানুষ। শরনার্থী হয়ে যাওয়া এসব মানুষের ষাট শতাংশই আবার শিশু। বিপর্যস্ত সময়ের চাপে এদের একটা বড় অংশ হারিয়ে ফেলেছে নিজেদের বাবা-মা ও আত্মীয়স্বজনকে। অনেকে আবার হারিয়ে ফেলেছে নিজের পরিচয়। শারীরিক ও মানসিক ভাবে ভীষন রকমভাবে ক্ষতিগ্রস্থ হওয়া এসব শিশুরা আপাতদৃষ্টিতে দেখতে পারছে না নিজেদের ভবিষ্যতও!
এই শিশুদেরকে দেখতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাংলাদেশে আগমনের খবর এখন সবার জানা। গত চারদিন হতভাগ্য এসব শিশুদের সঙ্গেই সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। শরনার্থী শিবির ঘুরে ঘুরে খোঁজ নিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেছেন সবার দুর্দশার গল্প। জেনেছেন ইতিহাসের ঘৃণ্যতম এক গণহত্যার খবর। এসব দেখে ও শুনে প্রতিবারই মন খারাপ করেছেন প্রিয়াঙ্কা। নিজের মন খারাপের কথা লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজে যা দেখেছেন, যা কিছু অনুভব করেছেন তার সবকিছুই তুলে ধরেছেন সবার সামনে। একাধিকবার তিনি ফেসবুক লাইভে এসে অসহায় শিশুদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববাসিকে।
রোহিঙ্গা শরনার্থী শিবিরের শেষ দিনটিতে প্রিয়াঙ্কা চোপড়া ক্যাম্পের স্কুলগুলো ঘুরে ঘুরে দেখেছেন। কথা বলেছেন দায়িত্বে থাকা মানুষ ও এসব স্কুলে শিক্ষা নেয়া শিশুদের সঙ্গে। এর ফাঁকে ফাঁকে শিশুদের সঙ্গে তিনি হাসি-আনন্দও করেছেন। তাদেরকে গেয়ে শুনিয়েছেন মহান গায়ক পিট সিগারের ‘উই শ্যাল ওভার কাম’ (আমরা করব জয়) গানটিও। এসময় শরনার্থী শিশুরাও প্রাণবন্ত হয়ে প্রিয়াঙ্কার সঙ্গে গেয়েছে গানটি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইউনিসেফের হয়ে বাংলাদেশে এসেছিলেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (২৪ মে) ছিলো তার সফরের শেষ দিন।
সারাবাংলা/টিএস/পিএ
- এই সংক্রান্ত ভিডিও দেখুন :
https://www.instagram.com/p/BjJ66WjAkXV/?hl=en&taken-by=priyankachopra