জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ছবির ঘোষণা রাফির
২৭ অক্টোবর ২০২৪ ১৫:২৮
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। পুরো জুলাই অভ্যুত্থান জুড়ে নানান ঘটনা ঘটেছে। সে সকল ঘটনা নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি।
শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা বিষয়ক অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে নিযের সিনেমা নির্মাণের এমন পরিকল্পনার কথা জানান রাফী।
রাফী বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের অনেক গল্প আমাদের সামনে এসেছে। এই জুলাই নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প এখানে, কেন বানাব না। এ ছাড়া এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’
সারাবাংলা/এজেডএস