Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরে যাচ্ছেন সব্যসাচী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২০:৩২

অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে শারীরিক অসুস্থতা নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ৬৮ বছর বয়সী সব্যসাচী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

আলাপচারিতার শুরুতে নিজের শারীরিক অবস্থা জানিয়ে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘এখন ভালোই আছি, তাই তো শুটিং করছি। তবে এক মাস আগে আমার স্ত্রীর ক্যানসারের অস্ত্রোপচার হয়। তারপরেই আমি! পাল্‌স ছিল ৩৪! বুকে পেসমেকার বসানো হলো। ডাক্তার জানালেন, তিন মাস বিশ্রামে থাকতে হবে। একদম জর্জরিত হয়ে গিয়েছিলাম।’

বিজ্ঞাপন

কয়েক বছর আগে বাংলাদেশের গণমাধ্যমে অভিনয় থেকে সব্যসাচীর অবসর গ্রহণের খবর প্রকাশিত হয়। এ প্রসঙ্গ সামনে আসতেই সব্যসাচী চক্রবর্তী বলেন, “ওই সময়ে আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়। আমি বলেছিলাম, আর ফেলুদা করব না। কিন্তু লেখা হয় ‘সব্যসাচী চক্রবর্তী আর অভিনয় করবেন না”!

এখন কি অবসর নিতে চাইছেন? এ প্রশ্নের উত্তরে সব্যসাচী চক্রবর্তী বলেন, “হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই।”

ফেলুদার বাইরেও তো চরিত্র রয়েছে, নিশ্চয়ই প্রস্তাব পান? এমন প্রশ্নের জবাবে সব্যসাচী চক্রবর্তী বলেন, “আমাকে বলা হয়, ‘আপনি না থাকলে সিনেমাটা হবে না।’ কী চরিত্র জিজ্ঞাসা করার পর বলে, ‘হিরোর বাবা।’ দেখা যাবে, হয়তো তার আগের সিনেমাগুলোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না।”

১৯৯২ সালে অভিনয়ে নাম লেখান সব্যসাচী। ‘তেরো পার্বন’ টিভি সিরিয়ালের মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘রুদ্রসেনের ডায়েরি’ টিভি সিরিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। পরে বাঙালি গোয়েন্দা চরিত্রে তার সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের।

বিজ্ঞাপন

সব্যসাচীর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’, সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’। তার অভিনীত প্রথম সিনেমা ‘অন্তর্ধান’। এছাড়াও তার অভিনীত সিনেমা হলো: ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘তিনকাহন’, ‘হেমলক সোসাইটি’, ‘থানা থেকে আসছি’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ল্যাবরেটরি’, ‘গোরস্থানে সাবধান’, ‘ভূতের ভবিষ্যৎ’ প্রভৃতি। অভিনয় ছাড়াও প্রকৃতি-পরিবেশের প্রতি তার ভালোবাসা রয়েছে। তিনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার।

সারাবাংলা/এজেডএস

অবসর সব্যসাচী চক্রবর্তী

বিজ্ঞাপন

‘৬ ডিসেম্বর এক অবিস্মরণীয় দিন’
৬ ডিসেম্বর ২০২৪ ০০:০৩

আরো

সম্পর্কিত খবর