গেল ৮ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ১৫ নভেম্বর প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল ফেডারেশন। আজ (বুধবার) সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলো ফেডারেশন।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ জানালেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত ২ নভেম্বর শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ হয়ে যায়। পরে ৮ নভেম্বর আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে প্রতিবাদ সভা করি। সেই সভাতে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে। সেখানে আমাদের কিছু শিল্পী আহত হন।’

গেল ৮ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সভা। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, “আমরা এখন সংস্কৃতি উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীকে পেয়েছি এবং তাকে আমরা জানিয়েছি ১৫ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ করব। তিনি আমাদের বললেন, ‘প্রতিবাদ সভা কেন করছেন? আসুন বসি। সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য যা করণীয়, আমরা তা করব।’ আমরা খুশি তার কথায়।”
১৫ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার প্রসঙ্গে গণমাধ্যমে কামাল বায়েজিদ বলেন, ‘আমরা যে দাবি উপদেষ্টাকে জানিয়েছি, তা তিনি পূরণের আশ্বাস দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতেই আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছি।’