Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কটাক্ষ ভুলে শাহরুখপুত্রের প্রশংসায় কঙ্গনা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১৭:১৮

শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে বেজায় খুশি কঙ্গনা রানাওয়াত

ক’দিন আগেও বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ নিয়ে প্রতিবাদে সোচ্চার ছিলেন কঙ্গনা রানাওয়াত। এই প্রসঙ্গে করণ জোহরের সঙ্গে তার ‘তু তু ম্যায়, ম্যায়’ এর কথা সর্বজনবিদিত। শুধু তাই নয়, করণের পর আরও একাধিক বলি-ব্যক্তিত্বের উদ্দেশে স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন তিনি। বলা যায় একেবারে খোলামেলা সব কথাবার্তা। কিন্তু এখন সেসব যেন অতীত। আগের মতো কথায় কথায় আর বিতর্কে জড়িয়ে পড়েন না তিনি। এবার শাহরুখ খানের বড়ছেলে আরিয়ান খানকে নিয়ে বেজায় খুশি বলিউডের এই কন্ট্রোভার্সি ক্যুইন। সেই খুশি এবং উচ্ছ্বাস তিনি জাহির করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ক’দিন আগেও বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ নিয়ে প্রতিবাদে সোচ্চার ছিলেন কঙ্গনা রানাওয়াত

ক’দিন আগেও বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ নিয়ে প্রতিবাদে সোচ্চার ছিলেন কঙ্গনা রানাওয়াত

উল্লেখ্য, আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রযোজনায় অংশীদার গৌরী খানও। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে খোদ শাহরুখ এই সুখবর জানান। আর এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর কিং খান-পুত্রের প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত। একইসাথে আলিয়া ভাট, সুহানা খান, অনন্যা পান্ডে এবং শানায়া কাপুরও আরিয়ান খানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সকলেই নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে নোট শেয়ার করেছেন নতুন এই পরিচালককে নিয়ে।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় আরিয়ান খানের পরিচালনার খবরটি শেয়ার করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘এটি দুর্দান্ত যে চলচ্চিত্র পরিবারের বাচ্চারা কেবল মেক-আপ, ওজন কমানো, সুন্দর সুন্দর পোশাক পরে অভিনেতা হওয়ার চেষ্টা করছে না। আমাদের সম্মিলিতভাবে ভারতীয় সিনেমার মান উন্নত করা উচিত। আমাদের ক্যামেরার পিছনে আরও লোক দরকার। ভালো যে আরিয়ান খান সে রাস্তাই নিচ্ছেন। লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছি।’

বাবা হিসেবে শাহরুখের কাছে এই মুহূর্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ

বাবা হিসেবে শাহরুখের কাছে এই মুহূর্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ

এদিকে বাবা হিসেবে শাহরুখের কাছে এই মুহূর্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যা নিয়ে বলিউড কিং লেখেন, ‘আজ একটা বিশেষ দিন, যখন দর্শকদের সামনে একটা নতুন গল্প আনা হচ্ছে। আজকের দিনটি আরও বেশি স্পেশাল কারণ, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে। এই গল্পের সবটাই অশান্ত, নিয়ন্ত্রিতভাবে কিছু বিশৃঙ্খলাও রয়েছে…সাহসী দৃশ্য, প্রচুর মজা এবং আবেগ সবই আছে। এগিয়ে যান আরিয়ানদের বিনোদন দিন। মনে রাখবেন শো বিজনেসের মতো কোনও বিজনেস নেই।’

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর