Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুষ্পা ২’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৮:৪৫

দক্ষিণ ভারতীয় ছবি ‘পুষ্পা ২’ বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল। কিন্তু দেশের হিন্দি ছবির প্রধান তিন আমদানিকারক জানিয়েছেন তারা কেউই ছবিটি আনছেন না। এমনকি অন্য কেউ আনছেন বলেও জানতে পারেনি সারাবাংলা। ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা জানিয়েছেন ‘পুষ্প ২’ বাংলাদেশে মুক্তির কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশে পাঠান, জওয়ান, এনিমেলের আমদানি করেন নির্মাতা অনন্য মামুন। এ বিষয়ে তিনি জানান, তিনি ‘পুষ্পা ২’ আনবেন না।

এই নির্মাতার পরিচালনায় ‘দরদ’ মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। তিনি বলেন, আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে। সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।

বিজ্ঞাপন

ভারতীয় কিছু কিছু ছবি আমদানি করে জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২-দ্য রুল’ তারাও আনছেন না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আজিজ বলেন, ‘পুষ্পা ২-দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।

দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২-দ্য রুল’ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২-দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো