তানভীরের তিন রকম আয়োজন
১৩ জুন ২০১৮ ১৩:১৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
তানভীর তারেক একাধারে শিল্পী, গীতিকার, উপস্থাপক। প্রতি ঈদেই তিনি গানের পাশাপাশি নানা স্বাদের ঈদ অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হন। এবারও টেলিভিশন চ্যানেল আর এফএম রেডিও’র নানা অনুষ্ঠানে পাওয়া যাবে তাকে। এর বাইরে তানভীর তারেকের কম্পোজিশনে একাধিক গান প্রকাশ পাবে। এছাড়া ইউটিউবে ঈদ উপলক্ষে সাক্ষাৎকার বিষয়ক একটি অনুষ্ঠান অবমুক্ত করবেন তিনি।
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘শ্রোতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে আমি দু’টি রোমান্টিক গান গেয়েছি। এছাড়া শাহরিয়ার রাফাত, মানিক ও টুটুলের সাথে ‘রমজানের ওই রোজার শেষে’ গানটির একটি ব্লুজ ভার্সন গেয়েছি। এর বাইরে প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর গাওয়া একটি গানের কম্পোজিশন করেছি। আর করেছি দু’জন নবাগত শিল্পীর দুটি নতুন গান।’
এদিকে টেলিভিশন ও ইউটিউবের জন্য নির্মিত অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ঈদ ও বিশ্বকাপ খেলা একই সময়ে পড়েছে তাই ঈদের অনুষ্ঠানের আঙ্গিকেও দুটোর সমন্বয় রাখার চেষ্টা করেছি। আশা করছি দর্শকেরা সেই ভিন্নতাও উপভোগ করবেন। এর বাইরে নিজের ইউটিউব চ্যানেলের জন্যও ঈদ স্পেশাল বিশেষ অনুষ্ঠান নির্মাণ করছি। এখনকার দর্শকের সিংহভাগ ইউটিউব কেন্দ্রিক। তাই গত প্রায় এক বছর ধরেই আমি ইউটিউবে বিভিন্ন ধরণের কন্টেন্ট প্রকাশ করছি। ঈদ উপলক্ষে বেশকিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রকাশ পাবে। যেসব অনুষ্ঠানে আমার অতিথি জয়া আহসান, শাকিব খান, শাকুর মজিদ, ভারতের প্রখ্যাত কম্পোজার দূর্বাদল চট্টোপাধ্যায়, চিত্রনায়ক ফারুকসহ অনেকে।’
সারাবাংলা/আরএসও/পিএম