শাকিব খান, শাহরিয়ার নাজিম জয় ও তমা মির্জাকে ঘিরে বিভিন্ন বক্তব্য দিয়ে কদিন আগে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সে আলোচনা শেষ হলেও এখনও আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। সেখান থেকে নায়িকা দিলেন সুখবর।
দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও।
এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। এবার দেশের পর এবার নিউইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি।
এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এই মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সামনে আরও সুখবর আসছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।