Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় পদাতিকের ‘পাকে বিপাকে’র ২১ তম মঞ্চায়ন

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৮

আবার মঞ্চায়িত হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদের ৪৩ তম প্রযোজনা মনোজ মিত্রের ‘পাকে বিপাকে’। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চায়িত হবে এই নাটকের ২১ তম মঞ্চায়ন।

নাটকের গল্পে দেখা যাবে, নিঝুম রাতে গ্রামের আলপথ ধরে কাপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ দিয়েছে ছোবল। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লন্ঠনের আলো বরাবর। যেখানে মুরিঝুড়ি দিয়ে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায়। ফিরে তাকায় না সে বরং ইশারায় তাকে চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝেনা, সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন পালন করা গাই গরু আজ কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে, নয়তো এই গরু নিজের বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ।

বিজ্ঞাপন

ক্ষতের জ্বালা বাড়ে কমে, বারবার সাহায্য চেয়েও না পেয়ে ক্ষেপে গিয়ে কাথা ধরে টান দেয় জনার্দন। ফলে উন্মোচিত হয় অবগুন্ঠনে থাকা নবকৃষ্ণ বাবু। যে কিনা নিজের জমিতে টহল দিচ্ছিলো বর্গাদারকে ফাকি দিয়ে ধান লুট করবে বলে। জনার্দন নাছোড়বান্দা, সে তার মহাজনকে গালাগাল করেছে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না। আবার ঐ দিকে বর্গাদার পান্তু দাস চলে এসে ধান লুট ঠেকিয়ে দেয় কি না সেই ভয়ে নবকৃষ্ণ অস্থির। কোনক্রমে জনার্দনকে সরায় সে। আবার অপেক্কগা। পান্তুর ভাই ডালিম উপস্থিত হয়। এই ডালিম নবকৃষ্ণের হয়ে অনাবাদী জমিতে ফলানো ধান লুট করবে তার লোকজন সমেত। নবকৃষ্ণ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাড় করায়।

বিজ্ঞাপন

অন্ধকার ফুড়ে বেড়িয়ে আসে দুর্বা, গ্রামের সবাই জানে সে হলো নবকৃষ্ণের পালিত রক্ষিতা। তবে আজ রাতে এই বিলের ধারে তার উপস্থিতি নবকৃষ্ণের বন্ধুক লুট করে পান্তুকে সাহায্য করা। এভাবেই ঘটনাক্রম এগিয়ে যায় এবং জোতদার নবকৃষ্ণ পরাস্ত হয় হাবলা জনার্দনের কাছে।

‘পাকে বিপাকে’ নাটকে অভিনয়ে শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম ও নাজমা জামান। পোস্টার- কিরিটি রঞ্জন বিশ্বাস, পোষাক- সৈয়দা শামছি আরা, আলো- ইকরাম সরকার, রূপসজ্জা- শুভাশিস দত্ত তন্ময়, মঞ্চ ব্যবস্থাপনায় মমিনুল হক দিপু, প্রযোজনা অধিকর্তা- সৈয়দ ইশতিয়াক হোসাইন এবং প্রযোজনা উপদেষ্টা- সৈয়দ তাসনীন হোসাইন।

সারাবাংলা/এএসজি

জাতীয় নাট্যশালা পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঞ্চ নাটক মনোজ মিত্রের ‘পাকে বিপাকে’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর