ঈদের দিন টেলিভিশনের ঈদ আয়োজন
১৫ জুন ২০১৮ ২১:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঈদ উদযাপনের সব প্রস্তুতি নেয়া হয়ে গেছে। এখন যার যার পরিকল্পনা অনুযায়ী হবে উদযাপন। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগির সঙ্গে সবার চোখ থাকবে ছোট পর্দায়।
টিভিতে চোখ রেখে পরিবারের সঙ্গে ভাগ করা ঈদের আনন্দ যেন কোনভাবেই কমে না যায়, সেজন্য কমপক্ষে সাত দিনের ঈদ আয়োজন করেছে প্রায় সবগুলো অনুষ্ঠান প্রধান টিভি চ্যানেলগুলো। একক নাটক, বিশেষ নাটক, ঈদ ধারাবাহিকসহ ম্যাগাজিন অনুষ্ঠান ও সিনেমা প্রচার হবে ছোট পর্দায়।
ঈদের দিনেই টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ‘গহীন বালুচর’ সিনেমার। বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান। ছবিটি দেখতে দর্শকদের চোখ রাখতে হবে দীপ্ত টিভিতে বেলা ১টা ৩০ মিনিটে।
এনটিভিতে ঈদের দিন বেলা ২টা ২০ মিনিটে দর্শকরা দেখতে পারেন সালাউদ্দীন লাভলু পরিচালিত টেলিফিল্ম বুকের ভিতর নূপুর বাজে। কাজী শাহিদুল ইসলামের রচনায় নাটকে অভিনয় করেছেন মম, নিলয় আলমগীরসহ অনেকে।
একই চ্যানেলে একই দিনে রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দুলা বাবুর্চি। বৃন্দাবন দাশের রচনা সাগর জাহানের পরিচালনা এবং জাহিদ হাসানের অভিনয় দর্শকদের দিতে বাড়তি আনন্দ।
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর ভক্তদের জন্য আছে সুখবর। জিটিভি (গাজী টেলিভিশন) সাকাল ১০টা ১৫মিনিটে প্রচার করবে সিনেমা ‘তোমাকে চাই’। এতে আরও আছেন শাবনূর।
যারা আঞ্চলিক ভাষার নাটক ভালোবাসেন তারা দেখতে পারেন ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘চোবড়াই গালের দাত হালাই দিয়াম’। অরন্য আনোয়ারের রচনা ও পরিচালনায় জিটিভিতে নাটকটি প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৬টায়। এছাড়াও ৭টা ৩০মিনিটে জিটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কেউ যেন না জানে’। গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, জোভান, মৌসুমী হামিদ, উর্মিলা শ্রাবন্তী কর।
জনপ্রিয় কণ্ঠশিল্পী আাঁখি আলমগীরের উপস্থাপনায় ঈদের দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘স্টার বক্স’। প্রথম দিনের অতিথি হিসাবে থাকবেন চিত্রনায়ক আলমগীর। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল নাইনে। রাত ১০ টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ টক শো ‘নেতা বনাম অভিনেতা’।
কমেডি ধাঁচের ধারাবাহিক ‘মিস আমলাপাড়া’, দর্শকরা নাটকটি দেখতে পাবেন ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্ট। নাটকটিতে জাহিদ হাসান, শখ, মিলন ভট্ট, কচি খন্দকারের অভিনয় বাড়িয়ে দিতে পারে দর্শকের ঈদ আনন্দ।
‘সিকান্দার বক্স’ সিরিজের পর সাগর জাহান মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘ফ্যাট ম্যান’। ঈদের দিন থেকে সাতদিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।
ঈদের দিন থেকে রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচার শুরু হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’। একটি পারিবারিক গল্পের সঙ্গে হাসি-কান্না ও বিশ্বকাপ ফুটবল জড়িয়ে নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। পলাশ মাহবুবের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও তিশাসহ আরও অনেকে।
সারাবাংলা/পিএ/পিএম