অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২
সাবেক স্ত্রী আম্বার হার্ডের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই শেষ হয়েছে জনি ডিপের। হলিউডের এ জনপ্রিয় অভিনেতা অবশেষে অভিনয়ে ফিরেছেন। লায়ন্সগেটের প্রযোজনায় ‘ডে ডিঙ্কার’ ছবিতে ইতোমধ্যে শুটিং শুরু করেছেন জনি। ছবিতে তার লুকের একটি ছবিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা।
ভ্যারাইটি বলছে ছবিটি পরিচালনা ‘ফাইভ হান্ড্রেট ডেইজ অব সামার’ ও ‘স্নো হোয়াইট’খ্যাত পরিচালক মার্ক ওয়েব। ছবিতে পেনেলোপ ক্রুজও আছেন। মার্কের সঙ্গে জনি ও পেনেলোপের চতুর্থ ছবি এটি। এর আগে তারা ‘ব্লো’, ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ এবং ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’-এ একসঙ্গে কাজ করেছেন। এতে মাদেলিন ক্লাইন, মানু রিওস, অ্যারন পাইপার, জুয়ান দিয়েগো বোট্টো এবং আনিকা বায়েলও অভিনয় করছেন।
‘ডে ড্রিঙ্কার’-এর গল্প একটি প্রাইভেট ইয়টের বারটেন্ডার ক্লাইনকে ঘিরে। সেখানেই তার রহস্যময় চরিত্র জনি ডেপের সঙ্গে পরিচয় হয়। ঘটনাচকে তারা এক ভয়ঙ্কর অপরাধী ক্রুজের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। ব্যাপারটি এমন পর্যায়ে গিয়ে গড়ায় যা কেউ কল্পনাও করতে পারেনি।
ছবিটির শুটিং শুরু হয়েছে স্পেনে। পরিচালক মার্ক ওয়েব কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘জনি, মাদেলিন, পেনেলোপের মত অসাধারণ কাস্টিং নিয়ে ছবিটি শুরু করতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। আমরা দারুণ সব লোকেশন ও দুর্দান্ত কিছু ক্রু নিয়ে একটি থ্রিলিং ও ভয়ঙ্কর গল্প বলতে যাচ্ছি।’
সারাবাংলা/এজেডএস