অভিনয়-রাজনীতি দুটোই ছাড়লেন সোহেল রানা
১৮ এপ্রিল ২০২৫ ১৭:২৭
সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ ঢালিউড ইন্ডাস্ট্রির এক বটবৃক্ষের নাম। নায়ক, পরিচালক, প্রযোজক ও পরিবেশক হিসেবে সফলতা দেখিয়েছেন। গেল এক দশকের বেশি সময় ধরে অভিনয়ে অনিয়মিত। অভিনয়ে আসার আগে ছাত্রজীবনে করতেন ছাত্রলীগের রাজনীতি। একসময় যোগ দেন জাতীয় পার্টি। এরপর নিজেই গড়েন ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’। অভিনয়-রাজনীতি দুটো থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
সোহেল রানা বলেন, “১৯৭৩ সালে অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেই হিসাবে প্রায় ৫২ বছর হয়ে গেছে। চলতে চলতে তো একসময় শেষ হতেই হয়। অভিনয়টা এখনো বুকের মধ্যে লালন করলেও প্রফেশনাল অভিনয়ে আর দেখা যাবে না আমাকে। অ্যাকটিভ রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নতুন করে আর পর্দায় দেখা যাবে না। শরীরটাও আর সাপোর্ট করছে না। তবে এখনো একটা সিনেমা পরিচালনা করার শখ আছে, কিন্তু মনে হচ্ছে বয়সে আর কুলাবে না।”
অভিনয় ও রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে সোহেল রানা বলেন, “অভিনয় থেকে অবসরের সবচেয়ে বড় কারণ বয়স। এখন আমার ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে জড়িয়ে থাকতে হলে অনেক অ্যাক্টিভিটি করা প্রয়োজন, প্রচুর পড়াশোনার প্রয়োজন। শারীরিক অবস্থার কারণে এগুলো তো করতে পারছি না। এখন থাকা মানে জোর করে থাকা।”
মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে পথচলা শুরু সোহেল রানার। এর বছর দুয়েক পর ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
সোহেল রানাকে সর্বশেষ দেখা গেছে তানভীর হোসেনের ‘মধ্যবিত্ত’ সিনেমায়।
সারাবাংলা/এজেডএস