ঢাকা: দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে।
একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সোমবার সেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালজুড়ে ঘন কুয়াশা থাকলেও কোথাও বৃষ্টিপাত হয়নি।
এদিকে দেশের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কাও রয়েছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষ। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে সড়ক ও নৌপথে চলাচলেও বিঘ্ন ঘটছে।