Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৃজনশীলতার চর্চায় অনন্য মাদরাসা ছাত্রী নুসরাত

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৮:০০

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে সবেমাত্র উচ্চ মাধ্যমিক শেষ করেছে নুসরাত জাহান। পড়া লেখায় কৃতিত্বের সাক্ষর যেমন রেখেছেন তেমনি সৃজনশীলতা দিয়ে মুগ্ধ করছেন চারপাশ। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করার পাশাপাশি নুসরাত ভূমিকা রাখতে চান শিক্ষা বিস্তারেও।

বলছিলাম, পিরোজপুরের মেয়ে ও ঢাকার তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহানের কথা। যিনি তার মেধা ও সৃজনশীলতা দিয়ে ইতিমধ্যেই অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।

খুব ছোটো বেলা থেকেই সৃজনশীলতার চর্চা করছেন তিনি। এর মধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বহুবার কবিতা আবৃত্তি, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রাখেন নুসরাত।

বিজ্ঞাপন

২০২২ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত রচনা প্রতিযোগিতায় সারা দেশের ২১ হাজার শিক্ষার্থীর মধ্যে খ-বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। এছাড়া দেয়াল পত্রিকা, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে ছিনিয়ে আনেন একাধিক পুরস্কার।

তার লেখা ছোট গল্প, ছড়া, কবিতা বিভিন্ন ম্যাগাজিন ও জাতীয় পত্র-পত্রিকায় স্থান পাচ্ছে।

এছাড়া ২০২০ সালে ইউনাইটেড দ্য ব্রাদার্স কর্তৃক আন্তঃস্কুল হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। হ্যান্ড রাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় পরপর তিনবার চ্যাম্পিয়ন হন তিনি। পরে তিনি শিশুদের জন্য হ্যান্ড রাইটিং ইনস্ট্রাকটর এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হ্যান্ড পেইন্টিং প্রিন্টিং শেখানোর একজন ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। কাজ করছেন পথশিশুদের উন্নয়নে পথের কথা প্রকল্পেও।

কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন প্রতিযোগিতায় তিনি বেস্ট আর্টিস্ট হন। পরবর্তীতে ভারত, নেপাল ও মালয়েশিয়া থেকে ইন্টারন্যাশনাল বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন।

কেবল শিল্প-সংস্কৃতিই নয়, নুসরাতের দৌড় বিজ্ঞানের জগতেও। জাতীয় পর্যায়ের বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশ নিয়ে অর্জন করেছেন কেস্ট সাইন্টিস্ট অ্যাওয়ার্ড।

জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন নুসরাত জাহান। রাজধানীর ডেমরা এলাকার বিভিন্ন দেয়ালে এখনো শোভা পাচ্ছে নুসরাতের আঁকা প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন

জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন নুসরাত জাহান। রাজধানীর ডেমরা এলাকার বিভিন্ন দেয়ালে এখনো শোভা পাচ্ছে নুসরাতের আঁকা প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন …

বর্তমানে তিনি বেটার হোপ সংগঠনের সাথে ভলেন্টিয়ার এবং গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন।

বাংলা ও আরবী ভাষায় বিশেষ দক্ষতার পাশাপাশি ইংরেজিতেও দারুণ দক্ষ এই ক্ষুদ প্রতিভা। বিগত দুই বছর ধরে অনলাইন ও অফলাইনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ইংরেজি ভাষা শেখাচ্ছেন তিনি।

জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন নুসরাত জাহান। রাজধানীর ডেমরা এলাকার বিভিন্ন দেয়ালে এখনো শোভা পাচ্ছে নুসরাতের আঁকা প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন।

বহুমুখী প্রতিভার অধিকারী নুসরাতের দক্ষতা রয়েছে কালিগ্রাফিতেও। বাংলা, ইংরেজি ও আরবী ক্যালিগ্রাফি তার হাতে ছোঁয়ায় হয়ে ওঠে নান্দনিক ও জীবন্ত। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা, উপস্থাপনার পাশাপাশি একজন বাচিক শিল্পী হিসেবে নুসরাত কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে। ভয়েসের ক্ষেত্রেও তিনি বাংলা, ইংরেজি ও আরবীতে সমান পারদর্শী।

নিজের ভেতর লালন করা সৃজনশীলতা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে নুসরাত জাহান এ প্রতিবেদককে বলেন, লেখাপড়ার পাশাপাশি এসব সৃজনশীল কাজ আমাকে উজ্জীবীত রাখে। আমি মনে করি সৃজনশীলতার চর্চা যত বাড়বে মানুষ ততো বেশি মানবিক হবে। আমি একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি।

সারাবাংলা/জিএস/এএসজি

নুসরাত মাদরাসা ছাত্রী