আজ ৬ অক্টোবর, একটু পাগল হওয়ার বৈধ দিন — ‘ম্যাড হ্যাটার ডে’! নাম শুনেই বোঝা যায়, আজকের দিনটা কিন্তু পুরোপুরি আলাদা মেজাজের। এই দিবসের মূলমন্ত্র হলো— ‘Think like a mad hatter!’ অর্থাৎ, এমনভাবে ভাবো ও বাঁচো, যেন জীবনের প্রতিটা মুহূর্তে একটু মজা, একটু দুষ্টুমি আর অল্প পাগলামী মিশে থাকে!
ম্যাড হ্যাটার কে?
ম্যাড হ্যাটার চরিত্রটি এসেছে বিখ্যাত শিশু সাহিত্য লুইস ক্যারলের লেখা Alice’s Adventures in Wonderland থেকে। গল্পে সে এক অদ্ভুত মানুষ—চা পান করতে করতে অকারণে হাসে, অদ্ভুত প্রশ্ন করে, আবার মাঝে মাঝেই বলে ফেলে, ‘আমি পাগল নই, শুধু একটু ভিন্ন!’
তার মাথায় সবসময় একটি টুপি, তাতে লেখা ‘10/6’ — অর্থাৎ 10 shillings and 6 pence, টুপিটির দাম। সেই সংখ্যাটির অর্থে মিলিয়ে, ১০ম মাসের ৬ তারিখ (অক্টোবর ৬) দিনটি হয়ে গেছে Mad Hatter Day!
কেন এই দিবস?
সবকিছু ঠিকঠাক করে, হিসাব মেনে, শৃঙ্খলায় বেঁধে জীবন কাটাতে কাটাতে আমরা ভুলে যাই— জীবন মানেই একটু পাগলামী!
এই দিবস তাই মনে করিয়ে দেয়, সব সময় যুক্তি নয়, কখনো কখনো আনন্দও প্রাধান্য পাওয়া উচিত।
১৯৮৬ সালে আমেরিকান একদল কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রথম ম্যাড হ্যাটার ডে পালন করেন। তখন তারা ভেবেছিলেন, কাজের চাপের ভেতরেও যদি একদিন সবাই অদ্ভুত পোশাক পরে, বোকা প্রশ্ন করে, বা মজার কিছু করে, তাহলে অফিসটাই একদিনের জন্য হয়ে উঠবে ‘ওয়ান্ডারল্যান্ড’।
কীভাবে পালন করা হয়?
আজকের দিনটা কোনো গম্ভীর আয়োজনের জন্য নয়। বরং দিনটি উদযাপন করা হয় একেবারে নিজের মতো করে—
মাথায় অদ্ভুত টুপি পরে ঘুরে বেড়ানো,
মজার প্রশ্ন করা বা হাস্যকর উত্তর দেওয়া,
বন্ধুকে চা খাওয়ানো,
কিংবা নিজের অফিস বা ঘর সাজিয়ে তোলা অ্যালিসের ‘ওয়ান্ডারল্যান্ড’-এর মতো।
অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘mad moment’ শেয়ার করেন — কেউ উল্টো জামা পরে ছবি দেন, কেউ টুপির নিচে লিখে রাখেন আজকের সবচেয়ে আজব চিন্তাটা!
পাগলামী মানে সৃজনশীলতা
বিশ্বের অনেক বড় উদ্ভাবনই এসেছে এমন সব মানুষের হাত ধরে, যাদের একসময় ‘পাগল’ বলা হতো। আইনস্টাইন, ভ্যান গঘ, কিংবা নিকোলা টেসলা— এঁদের চিন্তাভাবনা ছিল অন্যদের চেয়ে আলাদা, একটু ‘ম্যাড হ্যাটার’-এর মতোই!
তাই আজকের দিনে আমরা সবাই যদি একটু অন্যভাবে ভাবি, ভিন্নভাবে হাসি, বা নতুনভাবে কিছু করতে চেষ্টা করি— তাহলে সেটাই এই দিবসের সার্থকতা।
নিজের জীবনের ‘ওয়ান্ডারল্যান্ড’
আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ছোট্ট অ্যালিস আছে, যে নতুন কিছু দেখতে চায়, জানতে চায়। আবার একটা ম্যাড হ্যাটার আছে, যে নিয়ম ভাঙতে চায়, নিজের মতো করে জীবনকে রঙিন করতে চায়।
আজকের দিনে সেই দুটি সত্তাকে মুক্ত করে দাও
হয়তো সকালে এক কাপ চায়ের সঙ্গে একটু অদ্ভুত চিন্তা শুরু করতে পারো—
‘যদি আকাশটা আজ বেগুনি হতো?’ বা ‘যদি অফিসে সবাই উল্টো জুতা পরে আসত?’
এসব প্রশ্নের কোনো যুক্তি নেই, কিন্তু এতে মজা আছে, হাসি আছে, আর আছে জীবনের হালকা দিকটা খুঁজে পাওয়ার আনন্দ।
শেষ কথা
জীবন প্রতিদিনই কঠিন হতে পারে, কিন্তু Mad Hatter Day মনে করিয়ে দেয়—
হাসতে, খেলতে, আর অল্প একটু পাগল হতে ভুলে যেও না!
তাই আজ মাথায় একটা মজার টুপি দাও, নিজের জীবনের ‘ওয়ান্ডারল্যান্ড’-এ ঢুকে পড়ো।
কারণ, কখনো কখনো সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো— সামান্য পাগল হওয়া!