Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াই, খুন্তি আর ভালোবাসার সুবাসে রাঁধুনির দিন আজ

ফারহানা নীলা
৭ অক্টোবর ২০২৫ ১৫:০৩

যারা এক চিমটি লবণ, একটু হাসি আর অফুরন্ত ধৈর্য দিয়ে আমাদের পেটের রাজত্ব সামলান। কেউ বলেন, ‘রান্না একধরনের ভালোবাসা’, কেউ আবার বলেন, ‘রান্নাঘর এক যুদ্ধক্ষেত্র’— আর মাঝখানে দাঁড়িয়ে থাকে আমাদের নায়কেরা, রাঁধুনি নামের জাদুকররা! আজ, ৭ অক্টোবর, বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক রাঁধুনী দিবস। একটি দিন যেখানে শুধু স্বাদ নয়, সৃজনশীলতা, ঝাল-মশলা আর রান্নার আনন্দকেই কেন্দ্র করে রাখা হয়। যারা কুকিংকে শিল্প হিসেবে দেখেন, তাদের জন্য এটি এক অভিনব উদযাপন।

রান্নাঘরের সুপারহিরোরা

ভাবো তো— একদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, অন্যদিকে ফোন বেজে উঠছে, আর সেই মুহূর্তেই রাঁধুনি বলে উঠলেন, ‘আরও পাঁচ মিনিট!’ যেন একটা সিনেমার ক্লাইম্যাক্স চলছে।

বিজ্ঞাপন

রেস্টুরেন্টের রাঁধুনি থেকে শুরু করে বাড়ির মা, বাবা, ভাইবোন— সবার হাতেই থাকে সেই জাদু- সাধারণ উপকরণকে অসাধারণ করে তোলার ক্ষমতা।

খুন্তির ইতিহাসে একটু নেড়েচেড়ে দেখা

রাঁধুনিদের জন্য আলাদা দিবস ঘোষণার ভাবনা আসে ২০০৪ সালে। বিশ্ব রন্ধনশিল্পীদের সংগঠন World Association of Chef’s Societies (Worldchefs) এই দিনটিকে উৎসর্গ করে সকল পেশাদার ও গৃহস্থ রাঁধুনিকে, যারা প্রতিদিন সবার মুখে হাসি ফোটান এক প্লেট ভাত বা এক কাপ স্যুপে।
তাদের বার্তা ছিল সোজা— ‘রান্না শুধু পেশা নয়, এটা সংস্কৃতি, সৃজন আর যত্নের প্রকাশ।’

রন্ধনশিল্প আজ এক বিশ্বসংস্কৃতি

রান্না এখন শুধু পেট ভরানোর জন্য নয়— এটা এখন কনটেন্ট, শিল্প, ব্যবসা, এমনকি থেরাপিও। ইউটিউবে ‘কুকিং ভ্লগার’, ইনস্টাগ্রামে ‘ফুড আর্টিস্ট’— সবাই মিলে রন্ধনশিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আজকাল কেউ বেকিং করে মন ভালো করেন, কেউ আবার কাবাব বানিয়ে দুনিয়াজোড়া ভিউ পান। আর সত্যি বলতে, ‘Food is the new love language!’

বাংলাদেশি ছোঁয়া

বাংলাদেশে রাঁধুনিরা শুধু পেশাদার নয়— তারা ঘরের প্রাণ। বিয়েবাড়ির বাবুর্চি থেকে শুরু করে ইউটিউবের ‘Cook With Anisa’ বা ‘Bonna’s Kitchen’— সবাই একেকজন তারকা। তারা শুধু খাবার নয়, আবেগ রান্না করেন— একটু হাসি, একটু স্মৃতি আর অনেক ভালোবাসা।

আজকের মজার টিপস

এই International Chef’s Day–এ নিজের ভিতরের ‘শেফটাকে’ একটু জাগিয়ে দাও! প্রিয় মানুষের জন্য কিছু রান্না করো — এমনকি ওমলেট হলেও চলে! মায়ের হাতের রান্না খেয়ে বলো, ‘তুমি দারুণ শেফ!’ নতুন রেসিপি ট্রাই করো— আর পুড়ে গেলে ইনস্টাগ্রামে দিও #EpicKitchenFail।

শেষ কথা

রান্নাঘরের গরম, কোলাহল আর কড়াইয়ের ছ্যাঁকা সহ্য করেও যারা আমাদের মুখে হাসি ফোটান— আজকের দিনটা তাদের। কারণ, প্রতিটি সুস্বাদু খাবারের পেছনে থাকে একজন অজানা নায়ক—
যিনি জানেন, ভালোবাসা কখনো অতিরিক্ত ঝাল হয় না।

সারাবাংলা/এফএন/এএসজি

International Chef’s Day

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর