Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যাক্সোফোন ডে: মিউজিকের ছন্দে এক দিন

ফারহানা নীলা
৬ নভেম্বর ২০২৫ ১৩:৫৪

আজ ৬ নভেম্বর—একটি দিন যেটি শুধু সঙ্গীতপ্রেমীদের নয়, মজার ছলে সবার কাছেই বিশেষ হতে পারে। কারণ আজই পালিত হচ্ছে ‘স্যাক্সোফোন ডে’! হ্যাঁ, ঠিকই শুনেছেন— আজ স্যাক্সোফোন বাজানোর দিন, শুনে মন ভরানোর দিন, আর নিজের জীবনে একটু সুর ও তাল যোগ করার দিন।

স্যাক্সোফোনের জন্মকাহিনি

স্যাক্সোফোনের জন্ম হয়েছিল উনবিংশ শতকে, একজন বেলজিয়ান সঙ্গীতশিল্পী অ্যাডলফ স্যাক্স-এর হাত ধরে। তার নাম থেকেই এসেছে এই বাদ্যযন্ত্রের নাম। তিনি চেয়েছিলেন এমন একটি বাদ্যযন্ত্র বানাতে, যার মধ্যে থাকবে ট্রাম্পেটের শক্তি, কিন্তু বাঁশির মতো মধুরতা। ফলাফল—স্যাক্সোফোন! প্রথমে সামরিক ব্যান্ডে এর ব্যবহার শুরু হলেও, পরে এটি জ্যাজ, ব্লুজ, রক এমনকি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকেও জায়গা করে নেয়।

বিজ্ঞাপন

কেন এই দিনটা মজার

স্যাক্সোফোন ডে মূলত সঙ্গীতের আনন্দ ভাগ করে নেওয়ার দিন। সারা বিশ্বে সঙ্গীতপ্রেমীরা আজকে নানা রকমভাবে উদযাপন করেন—

কেউ রাস্তায় বা পার্কে দাঁড়িয়ে স্যাক্সোফোন বাজান,
কেউ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন,
আবার কেউ শুধু নিজের প্রিয় জ্যাজ ট্র্যাক চালিয়ে দিনটা কাটান।
আর যদি আপনি স্যাক্সোফোন বাজাতে না পারেন—তাতেও ক্ষতি নেই! একটা কফির কাপ হাতে জ্যাজ বাজিয়ে অফিসের কাজটা একটু ছন্দে করার চেষ্টা করুন। অন্তত মনটা ভালো থাকবে, তাই না?

স্যাক্সোফোন আর ভালো লাগার গল্প

জ্যাজ কিংবদন্তি জন কোলট্রেন, চার্লি পার্কার, বা কেনি জি—তাদের নাম শুনলেই কানে বাজে সেই সোনালি সুর। স্যাক্সোফোনের প্রতিটি নোট যেন বলে, ‘Relax, everything will be okay!’। এমনকি গবেষণায় দেখা গেছে, স্যাক্সোফোনের নরম সুর মানসিক প্রশান্তি দেয়, উদ্বেগ কমায় এবং ঘুমের মান বাড়ায়।

বাংলাদেশেও এখন অনেক তরুণ স্যাক্সোফোনে আগ্রহ দেখাচ্ছেন। ঢাকার কিছু মিউজিক স্কুলে শেখানো হচ্ছে এই বাদ্যযন্ত্র। এমনকি কিছু ব্যান্ড তাদের লাইভ পারফরম্যান্সে স্যাক্সোফোন যুক্ত করছে নতুন স্বাদের জন্য।

আপনি কিভাবে উদযাপন করবেন

প্রিয় জ্যাজ বা ব্লুজ গান শুনে দেখুন, কতটা আরাম পান।
ইউটিউবে ‘Kenny G – Songbird’ বা ‘Take Five’ চালিয়ে দেখুন, মন কোথায় চলে যায়!
সঙ্গীতপ্রেমী বন্ধুদের সঙ্গে ছোট্ট একটি ‘জ্যাম সেশন’ আয়োজন করুন।
আর চাইলে মজার ছলে প্লাস্টিক বাঁশি হাতে নিয়ে স্যাক্সোফোনের মতো ভান করেও ছবি তুলুন—ইনস্টাগ্রামে দারুণ পোস্ট হবে!

সঙ্গীত আমাদের ক্লান্ত জীবনের ওষুধ। স্যাক্সোফোন ডে সেই সুরেলো মুহূর্তের কথা মনে করিয়ে দেয়—জীবন যত ব্যস্তই হোক, একটু সুরের ছোঁয়া দরকার। তাই আজ ৬ নভেম্বর, একটু থামুন, গভীর নিশ্বাস নিন, আর পেছনে বাজতে দিন মিষ্টি স্যাক্সোফোনের সুর—
‘Let the music play, and the world will smile with you.’

সারাবাংলা/এফএন/এএসজি