আজ ১৫ নভেম্বর — শুধু সাধারণ কোনো শনিবার নয়, আজ National Philanthropy Day। অর্থাৎ দান ও স্বেচ্ছাসেবার দিনে আপনিও হতে পারেন একজন ‘হিরো’, যার হাসি ছড়াতে পারে চারপাশে। আর মজার কথা হলো, এই দিনে কেউ গোপনে বা খোলাখুলিভাবে দান করলেও তার গুরুত্ব কমে না, বরং বাড়ে!
দান কি শুধু টাকা?
অনেকে ভাবেন, দান মানে শুধু টাকা দান। কিন্তু এটাই মজার ব্যাপার — সময়, শক্তি, জ্ঞান বা কেবল কারো সঙ্গে হাসি ভাগাভাগি করাও একটি দান হতে পারে। উদাহরণস্বরূপ, একটি হাসি বা সাহায্যের হাত কখনো কখনো অর্থের চেয়েও বড় মূল্য দিতে পারে।
ইতিহাসের এক ঝলক
১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবার এই দিবসটি পালন শুরু হয়। মূল উদ্দেশ্য ছিল সমাজে দানশীলতার প্রচার, যাতে মানুষ শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কিছু করতে উদ্বুদ্ধ হয়। প্রথম দানদাতা ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষাবিদ, এমনকি শিশুরাও।
মজার ফ্যাক্ট: বিখ্যাতরা ও দান
এই দিনে বিখ্যাত তারকারা মজারভাবে দানকে ‘চ্যালেঞ্জ’ বানিয়ে ফেলেছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন, ‘আজ দান করেছি, কিন্তু কুকি দিয়ে!’ আবার কেউবা পুরনো জামা‑জুতো দান করছেন, যা পড়ে হাসি ফাটাতে পারে। মূল কথা, দান করতে গিয়ে মজাও করতে পারেন।
আমরাও কি দান করি?
বাংলাদেশে অনেকেই নিজস্বভাবে দান বা স্বেচ্ছাসেবা করছেন। ক্ষুদ্র শিশুদের শিক্ষা, পথশিশুদের খাবার, বা পরিবেশ রক্ষা— সব ক্ষেত্রেই মানুষ হাত বাড়াচ্ছেন। আজকের দিনে এমন কাজ আরও বিশেষ হয়ে ওঠে।
ছোট্ট উপদেশ: আজকের জন্য একটি চ্যালেঞ্জ
আজকের দিনেই নিজের ছোট্ট একটি উপায়ে দান করুন। যেমন-
পুরনো বই বা খেলনা কারো কাছে পাঠানো,
বন্ধুকে চমকে দেওয়ার জন্য ছোট্ট একটি সহায়তা করা,
সময় দিয়ে কারো কাজের হাত বণ্টন করা,
মজার অংশ হলো, দান করলে আপনি নিজেও খুশি হবেন! এবং জানেন কি, গবেষণা দেখিয়েছে যারা নিয়মিত দান করেন, তাদের মানসিক স্বাস্থ্য অন্যদের তুলনায় ভালো থাকে।
শেষ কথা
আজকের দিন শুধু অন্যকে দেওয়ার নয়, নিজের মনকেও আনন্দ দেওয়ার। তাই ১৫ নভেম্বর মনে রাখুন National Philanthropy Day এবং হেসে‑খেলে দান করার মজা নিন। আজকের দিনটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে ছোট্ট, কিন্তু সবচেয়ে বড় হৃদয়ের দিন।