ইউটিউবের হোমফিডে অপ্রাসঙ্গিক ও অ্যালগোরিদম-নির্ভর এলোমেলো ভিডিও আর না। এবার এমনই নতুন এক ফিচার আনছে ইউটিউব, যে ফিচারে ব্যবহারকারীর নির্ধারিত করা টপিক অনুসারে কনটেন্ট দেখাবে ইউটিউব।
পরীক্ষামূলকভাবে চালু করা নতুন এই ফিচারের নাম ইয়োর কাস্টম ফিড।
নতুন ফিচার যেভাবে কাজ করবে:
পরীক্ষামূলকভাবে নির্বাচিত ব্যবহারকারীরা হোমপেজে ‘Home’ ট্যাবের পাশে দেখতে পাবেন নতুন ‘Your Custom Feed’ অপশন। তাতে ক্লিক করলে ব্যবহারকারী নিজেই প্রম্পট বা নির্দেশনা দিতে পারবেন কী ধরনের ভিডিও তিনি দেখতে চান। যেমন, কোনো ব্যবহারকারী রান্না, টেক, ট্রাভেল বা নির্দিষ্ট কোনো বিষয়ের কনটেন্ট বেশি পেতে চাইলে শুধু সেই প্রম্পট লিখে দিলেই ইউটিউব তার ফিডে সেভাবে ভিডিও সাজেস্ট করবে।
এই ফিচার পূর্ণাঙ্গভাবে চালু হলে ব্যবহারকারীদের আর অপ্রাসঙ্গিক ভিডিও স্ক্রল করতে হবে না। ‘Not interested’ বা ‘Don’t recommend channel’ ক্লিক করার ঝামেলাও কমে যাবে।